টালিগঞ্জের অবনমন কি বাঁচাল মোহনবাগান ? প্রশ্ন ময়দানে

মোহনবাগান কী টালিগঞ্জের অবনমন বাঁচিয়ে দিল ? ঘরের মাঠে লিগের ম্যাচে বাগান হারতেই এই প্রশ্নটাই এখন ঘুরছে ময়দানে।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মোহনবাগান কী টালিগঞ্জের অবনমন বাঁচিয়ে দিল ? ঘরের মাঠে লিগের ম্যাচে বাগান হারতেই এই প্রশ্নটাই এখন ঘুরছে ময়দানে। ম্যাচের ৩২ মিনিটে সানডের গোলে রিপ্লে জিতল টালিগঞ্জ।

    বৃহস্পতিবার রিপ্লে ম্যাচও ছিল মোটামুটি ফুল হাউজ। কারণ বৃহস্পতিবার এই ম্যাচের গুরুত্ব ছিল মোহনবাগান এবং কলকাতা লিগের কাছে একটু আলাদা। পরিত্যক্ত ম্যাচে এক গোলে এগিয়ে থেকে টালিগঞ্জের কাছে গোল খেয়েছিল সবুজ-মেরুন। আর গত ম্যাচে সেনার বিরুদ্ধে হাফ ডজন গোলে জিতে ডার্বি না খেলার জ্বালা জুড়িয়েছিলেন বাগান ফুটবলাররা। কিন্তু ম্যাচের বত্রিশ মিনিটে অঘটন। ডান দিক থেকে নির্বিষ ক্রসে সানডের গোল। আর তাতে নব্বই মিনিট পর যেন অন্য গন্ধ ময়দানের নাঁকে।এই জয়ে সাত ম্যাচে এগারো পয়েন্ট টালিগঞ্জের। পিয়ারলেসকে টপকে তারা উঠে এল পাঁচ নম্বরে। আর হেরেও আপাতত দু’নম্বরে মোহনবাগান। তবে আর কতদিন, সেটাই এখন প্রশ্ন।

    বাগান আদৌ রানার্স হতে পারবে কি না, এই সংশয়ের মধ্যে যে প্রশ্নটা এ দিন বাগান তাঁবুতে ঘোরাফেরা করছিল তা হল, ম্যাচ শুরুর আগেই যদি কেউ জেনে যায় চির প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, তা হলে ফুটবলারদের খেলার কী মোটিভেশন থাকে? কোচ শঙ্করলাল চক্রবর্তী মানতে না চাইলেও, ডাফি-পঙ্কজ-আজহারদের দেখে একবারও মনে হয়নি জেতার কোনও ইচ্ছে আছে। আইএফএ-ও এই ম্যাচটাকে দুয়োরানি করে রেখেছিল। সম্প্রচার না হওয়ার পাশাপাশি সরকারি ভাবে কোনও টিম লিস্টও প্রকাশ করা হয়নি। দেওয়া হয়নি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও। বাংলার ফুটবলের দুর্দশার দিকটাই ফুটে উঠল বৃহস্পতিবার কলকাতা ময়দানে ৷

    First published:

    Tags: CFL, ETV News Bangla, IFA, Kolkata Football League, Mohun Bagan, টালিগঞ্জ অগ্রগামী, মোহনবাগান