ওরোককে ম্যান মার্কিংয়ের ভাবনা মৃদুলের, জয়ে ফিরতে মরিয়া মহমেডান

কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মহমেডানের সামনে ভবানীপুর। টালিগঞ্জ ম্যাচের হার ভুলে জয়ে ফিরতে মরিয়া সাদাকালো শিবির।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মহমেডানের সামনে ভবানীপুর। টালিগঞ্জ ম্যাচের হার ভুলে জয়ে ফিরতে মরিয়া সাদাকালো শিবির। ভবানীপুর স্ট্রাইকার ওরোক ওরোকের জন্য আলাদা ম্যান মার্কিং-এর ভাবনা মহমেডান কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের।

    একটা হারই বদলে দিয়েছে গোটা ছবিটা। ঘরের মাঠ ছেড়ে বারাসতে পাড়ি দিচ্ছে মহমেডান। শনিবার কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে নামছে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দল। টালিগঞ্জের বিরুদ্ধে হারকে ভুলে নতুন করে শুরু করতে চাইছে সাদাকালো শিবির। তবে দলের অনভিজ্ঞতা নিয়ে চিন্তায় মহমেডান কোচ। বড় ক্লাবের তকমা থাকলে, ধারে ভারে নিজেদের ভবানীপুরের সমতুল্য মনে করছেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। ওরোক ওরোকের মতো সুযোগ সন্ধানী স্ট্রাইকারের জন্য জোনাল মার্কিং-এর ব্যবস্থা করছেন তিনি। তবে টলি ম্যাচ হারলেও, প্রথম একাদশে বিরাট কোনও পরিবর্তনের ভাবনা নেই মৃদুল বন্দ্যোপাধ্যায়ের।

    দলের দুই বিদেশি নিয়ে চিন্তা না থাকলেও, শেষ প্রহরীকে নিয়ে চিন্তায় মহমেডান শিবির। মোহনবাগান ফের‍ত বিনয় সিংয়ের পারফরম্যান্সে খুশি নন মৃদুল। ম্যাচের দিন গোলরক্ষক কোচ নাসিম আখতারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি। বারাসতের অ্যাস্ট্রোটার্ফে ভাল ফলের ব্যাপারে আশাবাদী সাদা-কালো শিবির।

    টলি ম্যাচে হার, সমর্থকদের বিক্ষোভ। মৃদুল বন্দ্যোপাধ্যায় মানতে না চাইলেও ভবানীপুর ম্যাচের আগে বেশ চাপে মহমেডান কোচ। কলকাতা লিগ জয়ের স্বপ্ন না দেখলেও, লিগে জয়ে ফিরে নিজের চেয়ার বাঁচাতে চান মৃদুল বন্দ্যোপাধ্যায়।

    First published:

    Tags: Bhawanipore Club, CFL, Kolkata Football League, Mohammedan SC, মহমেডান