নিউটাউন থেকে নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার দুষ্কৃতী

নিষিদ্ধ মাদক সহ নিউটাউন থেকে গ্রেফতার হল এক কুখ্যাত দুষ্কৃতী ৷ নিউটাউনের থাকদাঁড়ি লোহাব্রিজের কাছ থেকে কুখ্যাত দুষ্কৃতী প্রদীপ কুমার সিং-কে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ ৷ তার কাছ উদ্ধার হয়েছে সাড়ে ২১ কেজি গাঁজা ৷ ধৃতকে মঙ্গলবার তোলা হবে বারাসত আদালতে ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নিষিদ্ধ মাদক সহ নিউটাউন থেকে গ্রেফতার হল এক কুখ্যাত দুষ্কৃতী ৷ নিউটাউনের থাকদাঁড়ি লোহাব্রিজের কাছ থেকে কুখ্যাত দুষ্কৃতী প্রদীপ কুমার সিং-কে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ ৷ তার কাছ উদ্ধার হয়েছে সাড়ে ২১ কেজি গাঁজা ৷ ধৃতকে মঙ্গলবার তোলা হবে বারাসত আদালতে ৷

    First published:

    Tags: Arrested, Banned Drugs, Drugs Seized, Kolkata