#কলকাতা: বড়দিনে উৎসবমুখর কলকাতাবাসীকে মেট্রো কর্তৃপক্ষের উপহার ৷ ২৫ ডিসেম্বর বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
ক্রিসমাস উপলক্ষে বহু মানুষ এদিন বের হন রাস্তায় ৷ কলকাতার আশপাশ এবং শহরতলি থেকেও লোকে কলকাতায় আসেন ঘুরতে ৷ আরামদায়কভাবে গন্তব্য পৌঁছানোর জন্য বেশিরভাগ মানুষই বেছে নেন মেট্রো রেল ৷ এই বাড়তি ভিড় সামলাতে উৎসবের দিনে বেশি সংখ্যায় রেক চালাবে মেট্রো ৷ মেট্রো সূত্রে খবর, অন্যান্য দিনগুলিতে দিনে প্রায় ২১০ টি ট্রেন চলে, ২৫ তারিখ চালানো হবে ৩৭৬ টি ট্রেন ৷
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বড়দিন ও বর্ষশেষের উৎসবের কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করেছে ৷ পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেডে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী ৷ ইভটিজিং-এর মতো ঘটনা এড়াতে থাকবে সশস্ত্র মহিলা পুলিশ বাহিনী ৷ যেকোনও সমস্যা সামলাতে মেট্রো ভবনে থাকছে কুইক রেসপন্স টিম ৷ স্টেশনগুলিতে খোলা হবে অতিরিক্ত কাউন্টার ৷ ১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas at kolkata, Christmas Celebrations, Kolkata, Kolkata Metro Rail security, Metro Rail