#কলকাতা: একমাত্র বাঙালি ফুটবলার যিনি টানা সাতবার লিগ জয়ী দলের সদস্য। ম্যাচ শেষে গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আশা করছেন, আই লিগেও এই পারফরম্যান্স অব্যাহত থাকবে।
এক ম্যাচ বাকি থাকতেই বৃত্ত পূর্ণ। ইতিহাসের লিগে সেই কল্যাণী থেকেই ইতিহাসের নতুন অধ্যায় শুরু করল ইস্টবেঙ্গল। মরসুমের প্রথম মিনি ডার্বি জিততেই লিগের রং হয়ে গেল লাল-হলুদ। সেই রঙে মিশে গেল একটাই নাম। তিনি মেহতাব হোসেন।
মেহতাবের নজির----------------একমাত্র বাঙালি ফুটবলার যিনি টানা সাতবার লিগ জয়ের সদস্য
২০১৩ সালে তাঁর নেতৃত্বে একবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল
টানা ছ’বার লিগ জিতেছিলেন সুধীর কর্মকার ও সমরেশ চৌধুরী
এই তালিকায় রয়েছেন সৌমিক দে, হারমানজ্যোত খাবরাও
একমাত্র বাঙালি ফুটবলার যিনি টানা সাতবার লিগ জয়ের সদস্য। তাঁর নেতৃত্বেই ২০১৩ সালে টানা চতুর্থবার লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। এর আগে টানা ছ’বার লিগ জয়ী দলের সদস্য হওয়ার নজির ছিল সমরেশ চৌধুরী এবং সুধীর কর্মকারের নামে। বর্তমানে এই তালিকায় রয়েছেন সৌমিক দে, হারমনজ্যোত খাবরা।মেহতাবের পাশাপাশি ভিন দেশী ফুটবলার হিসেবে এই নজির পঞ্জাবের গুরবিন্দার সিংয়ের। যাঁর নেতৃত্বে গতবার হেক্সা লিগ জিতেছিল ইস্টবেঙ্গল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CFL, East Bengal, Kolkata Football League, Mehtab Hossain, Record