#কলকাতা: আজ মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে পাহাড় বৈঠক। সর্বদল বৈঠকের দিকে তাকিয়ে পাহাড়বাসী। উঠে আসছে একাধিক সম্ভাবনা। আর তার মধ্যেই বিমল গুরুঙের বক্তব্য চাপে ফেলেছে মোর্চা নেতৃত্বকেই।
পাহাড় সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠক যোগ দিচ্ছে মোর্চা ৷ বৈঠকে যোগ দিচ্ছে মোর্চার ৫ প্রতিনিধি ৷ মোর্চা ছাড়াও থাকবে জন আন্দোলন পার্টি ৷ থাকবে জিএনএলএফ, সিপিআরএম ৷ থাকবে অখিল ভারতীয় গোর্খা লিগ ৷ ‘আমি চাই পাহাড়ে শান্তি ফিরুক’, গতকালই নবান্নে বলেন মুখ্যমন্ত্রী ৷ মোর্চার মুখ্য সমন্বায়ক বিনয় তামাং,
নবান্নের সর্বদল বৈঠকে পাহাড় সমস্যা সমাধানের পথ দেখা দিলেও শুরুতেই বিমল গুরুঙের একবগ্গা মানসিকতা বিপাকে ফেলেছে মোর্চা নেতৃত্বকেই। আর এই অবস্থায় সর্বদল ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে।
আড়ালে থেকেও মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন গুরুং। এই অবস্থায় আগে পাহাড় সমস্যা সমাধানের আশা দেখলেও বদলে যাওয়া পরিস্থিতিতে সাবধানী মোর্চা নেতৃত্ব।
উদ্যোগ নিয়েও সর্বদল ব্যার্থ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় জিএনএলএফ দায় চাপিয়েছে মোর্চার ঘাড়েই।
এই অবস্থায় অপাতত কেয়ারটেকার প্রশাসক নিয়োগ করে পাহাড়ে সান্তি ফেরানোর একমাত্র পথ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: All-party meeting, Bengali News, Hill Issue, Mamata Banerjee, Nabanna