#কলকাতা: রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুখবর ৷ শুধু স্থায়ী মহিলা কর্মচারীদের জন্য নয়, চুক্তিভিত্তিক মহিলা কর্মচারীদের কথা ভেবে নয়া নির্দেশিকা জারি করল সরকার ৷
হবু মায়েদের জন্য সুখবর ৷ স্থায়ী মহিলা কর্মচারীদের মতো চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীরাও পাবেন মাতৃত্বকালীন ছুটির সমান সুযোগ ৷ মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ১৮০দিন অর্থাৎ ছ’মাস করা হল ৷অর্থ দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ছ’মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবেন সরকারের কনট্রাক্টচুয়াল মহিলা কর্মীরাও ৷ এতদিন তারা মাতৃত্বের কারণে মাত্র ১৩৫ দিন ছুটি পেতেন ৷
এছাড়াও গর্ভবতী অবস্থায় মেডিকেল চেক আপের জন্য ছুটি পাবেন মহিলা কর্মীরা ৷ পরিসংখ্যা অনুযায়ী, প্রায় ৪৮ শতাংশ মহিলা মা হওয়ার পর চাকরি ছেড়ে দেয় ৷ শুরু থেকেই মা ও সন্তানের মধ্যে সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এরজেরে পারিবারিক জীবনে ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের ৷
বহুদিন ধরেই স্থায়ী কর্মচারীদের মতো সরকারি সুযোগসুবিধার দাবী জানিয়ে আসছিলেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরা ৷ এই নয়া নির্দেশিকার ফলে লাভবান হবেন বহু মহিলা সিভিক কর্মচারী, আশা কর্মীদের মতো চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত রাজ্য সরকারি মহিলা কর্মচারীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Contractual Employee, Maternity Leave, Pregnancy, Pregnant, State Government Employee