ভাইফোঁটার আগে বাজার অগ্নিমূল্য ! মাথায় হাত বোনেদের

ঘাসের ডগায় যে ভোরের শিশির থাকে তা দিয়েই বাটতে হয় চন্দন। মূলত এটাই ফোঁটার প্রধান উপকরণ। এছাড়া প্রদীপের জল, ঘি ইত্যাদি দিয়েও ভাইফোঁটা দেওয়া হয়। (Photo collected)

ঘাসের ডগায় যে ভোরের শিশির থাকে তা দিয়েই বাটতে হয় চন্দন। মূলত এটাই ফোঁটার প্রধান উপকরণ। এছাড়া প্রদীপের জল, ঘি ইত্যাদি দিয়েও ভাইফোঁটা দেওয়া হয়। (Photo collected)

বাজারের চড়াদামের ফলে ভাইদের মুখে যে কী তুলে দেওয়া যায়, তা নিয়ে চিন্তিত বোনেরা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা ৷ যমের দুয়ারে পড়ল কাঁটা ৷ কিন্তু এবারের কাঁটাটা যমের দুয়ারে নয়, পড়ছে হেঁসেলে ৷ বাজারে অগ্নিমূল্যের দয়ায় এবার আর ঘটা করে হয়তো নয় ৷ নমো নমো করেই সারতে হবে ভাইফোঁটা ৷ সবজি থেকে মাছ-মাংস, মিষ্টি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। কিন্তু ভাইফোঁটায় ভাইয়ের পাতে যে সেরা জিনিসটা তুলে দিতেই হবে। তাই চড়া দামে কিছুটা কাঁটছাট করেই ভাইফোঁটার বাজার সারছেন বোনেরা।

    বাজারের চড়াদামের ফলে ভাইদের মুখে যে কি তুলে দেওয়া যায়, তা নিয়ে চিন্তিত বোনেরা ৷ একনজরে দেখে নেওয়া যাক কোন জিনিসের কেমন দাম চলছে শহরের বিভিন্ন বাজারগুলিতে ৷

    বাধাকপি-৩০ টাকা,ফুলকপি-৩০টাকা

    লঙ্কা-৬০টাকা,পটল-৪০টাকা

    কাটা রুই- ৩০০ টাকা

    গোটা রুই-২০০টাকা

    কাটা কাতলা-৪০০টাকা

    গোটা কাতলা- ৩০০টাকা

    পমফ্রেট -৪০০-৬০০টাকা

    বড় ইলিশ- ১৩০০টাকা

    ছোট ইলিশ- ৫০০টাকা

    তেলাপিয়া-১২০,চিতল-১২০০

    মুরগির মাংস- ১৮০ টাকা

    মাটন- ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি

    মাছ-মাংসের বাজারের পাশাপাশি  ফলের বাজারও আগুন !

    আপেল প্রতি কেজি ১০০ টাকা

    কমলা লেবু এক একটি ১০ টাকা

    মুসাম্বি এক একটি ১৫ টাকা

    বেদানা প্রতি কেজি ১২০ টাকা

    First published:

    Tags: Bhai Dooj, Bhaiphonta, Chicken, Fish Rates, Fruits Price, Market Price, Mutton