নোটা-য় বিপুল ভোট রাজ্যে

রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পড়ল নোটা-য়। প্রার্থী পছন্দ না হওয়ায় দেড় শতাংশ ভোটার নোটা-য় ভোট দিয়েছেন। সংখ্যাটা ৮ লক্ষ ৩১ হাজারের বেশি।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পড়ল নোটা-য়। প্রার্থী পছন্দ না হওয়ায় দেড় শতাংশ ভোটার নোটা-য় ভোট দিয়েছেন। সংখ্যাটা ৮ লক্ষ ৩১ হাজারের বেশি।

    কোনও প্রার্থীকেই পছন্দ নয়। কোনও ভোটারের এমনটা মনে হলে তিনি বৈদ্যুতিন ভোটযন্ত্রে নান অব দ্য অ্যাবোভ বা নোটা-র বোতামে চাপ দেন। বিধানসভা নির্বাচনে এবার নোটা-য় বিপুল ভোট পড়ল। নির্বাচন কমিশনের হিসেব অনুসারে, রাজ্যের ২৯৪টি আসনে নোটায় মোট ভোট পড়েছে ৮ লক্ষ ৩১ হাজার ৮৪৫ ৷ অর্থাৎ মোট ভোটের ১.৫ শতাংশ ৷ এমনকী ফ্রন্ট শরিক সিপিআইয়ের চেয়েও বেশি ভোট পেয়েছে NOTA ৷ যেখানে নোটায় পড়েছে ১.৫ % ভোট সেখানে ১.৪ শতাংশ ভোট পেয়েছে সিপিআই ৷

    কেন এত ভোট পড়ল নোটায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন,  বাম ও কংগ্রেস জোট এর অন্যতম কারণ। দুই শিবিরের এক অংশের ভোটার এই সমঝোতা মেনে নেননি। তাঁরা অন্য কোনও দলের দিকে না ঝুঁকে নোটা-য় ভোট দিয়েছেন। এ ছাড়া স্থানীয় স্তরে প্রার্থী পছন্দ না হলে রাজনৈতিক দলের বিক্ষুব্ধ গোষ্ঠীরও নোটা-য় ভোট দেওয়ার প্রবণতা থাকে।  তবে নোটা-য় ভোট বৃদ্ধি সাধারণভাবে রাজনৈতিক দল ও ব্যবস্থার প্রতি নাগরিকের অনীহার প্রকাশ। এমনটাই মত বিশেষজ্ঞদের।

    First published:

    Tags: Battle For The States, Bengal Polls, Bengali News, Election Result, ETV News Bangla, NOTA, West Bengal Assembly Election 2016, নোটা