#কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পড়ল নোটা-য়। প্রার্থী পছন্দ না হওয়ায় দেড় শতাংশ ভোটার নোটা-য় ভোট দিয়েছেন। সংখ্যাটা ৮ লক্ষ ৩১ হাজারের বেশি।
কোনও প্রার্থীকেই পছন্দ নয়। কোনও ভোটারের এমনটা মনে হলে তিনি বৈদ্যুতিন ভোটযন্ত্রে নান অব দ্য অ্যাবোভ বা নোটা-র বোতামে চাপ দেন। বিধানসভা নির্বাচনে এবার নোটা-য় বিপুল ভোট পড়ল। নির্বাচন কমিশনের হিসেব অনুসারে, রাজ্যের ২৯৪টি আসনে নোটায় মোট ভোট পড়েছে ৮ লক্ষ ৩১ হাজার ৮৪৫ ৷ অর্থাৎ মোট ভোটের ১.৫ শতাংশ ৷ এমনকী ফ্রন্ট শরিক সিপিআইয়ের চেয়েও বেশি ভোট পেয়েছে NOTA ৷ যেখানে নোটায় পড়েছে ১.৫ % ভোট সেখানে ১.৪ শতাংশ ভোট পেয়েছে সিপিআই ৷
কেন এত ভোট পড়ল নোটায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাম ও কংগ্রেস জোট এর অন্যতম কারণ। দুই শিবিরের এক অংশের ভোটার এই সমঝোতা মেনে নেননি। তাঁরা অন্য কোনও দলের দিকে না ঝুঁকে নোটা-য় ভোট দিয়েছেন। এ ছাড়া স্থানীয় স্তরে প্রার্থী পছন্দ না হলে রাজনৈতিক দলের বিক্ষুব্ধ গোষ্ঠীরও নোটা-য় ভোট দেওয়ার প্রবণতা থাকে। তবে নোটা-য় ভোট বৃদ্ধি সাধারণভাবে রাজনৈতিক দল ও ব্যবস্থার প্রতি নাগরিকের অনীহার প্রকাশ। এমনটাই মত বিশেষজ্ঞদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Battle For The States, Bengal Polls, Bengali News, Election Result, ETV News Bangla, NOTA, West Bengal Assembly Election 2016, নোটা