মানিকতলায় প্রোমোটাররাজ, জমি দখল করতে মহিলাদের আটকে হুমকি

File Photo

File Photo

জমি দখল করতে মহিলাদের আটকে হুমকি দেওয়ার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: জমি দখল করতে মহিলাদের আটকে হুমকি দেওয়ার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার মানিকতলায়। ২৬৩/১ সুকিয়া স্ট্রিটে একটি বহুতল নির্মাণ চলছে।

    বহুতলের সামনেই একটি বস্তিতে দশ থেকে বারোটি পরিবারের বাস। অভিযোগ, বহুতল নির্মাণকারী সংস্থার মালিক এম কে মিশ্র ওই জমি দখলের জন্য বস্তির মহিলাদের আটকে হুমকি দেন। ঘটনায় নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বস্তির জমির মালিক ছিলেন মহম্মদ সাহাবুদ্দিন নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ায় কর্পোরেশনেই ভাড়ার টাকা জমা দেন বস্তিবাসীরা।

    First published:

    Tags: Kolkata, Maniktala, Promoter