দলের নেতাদের থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মানস, অধ্যক্ষকে চিঠি

নিরাপত্তা চান PAC অধ্যক্ষ মানস ভুঁইয়া ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন সবংয়ের এই কংগ্রেস বিধায়ক ৷ নিরাপত্তা চেয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখলেন মানস ভুঁইয়া ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নিরাপত্তা চান PAC অধ্যক্ষ মানস ভুঁইয়া ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন সবংয়ের এই কংগ্রেস বিধায়ক ৷ নিরাপত্তা চেয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখলেন মানস ভুঁইয়া ৷ প্রবীণ এই কংগ্রেস নেতা তীব্র আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন ৷ এককালের দাপুটে এই নেতা ভয় পাচ্ছেন নিজের দল কংগ্রেসেরই নেতাদের ৷

    নিজের দলের নেতাদের কাছেই শারীরিক হেনস্থার আতঙ্কে ভুগছেন মানস ভুঁইয়া । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিরাপত্তার খাতিরে আলাদা বসার জায়গার আবেদন জানালেন তিনি ৷ চিঠিতে তিনি লিখেছেন, ‘আমাকে আগের দিন হুমকি দিয়েছেন মান্নান ৷ শারীরিক হেনস্থার আতঙ্কে ভুগছি ৷ বিধানসভায় আলাদা বসার জায়গা দিন ৷’ অধ্যক্ষকে চিঠি লিখেই থেমে থাকেননি মানস ৷ কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ও সহ সভাপতি রাহুল গান্ধীকেও চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন তিনি ৷

    মানসের শারীরিক নিগ্রহের আশঙ্কা প্রসঙ্গে আবদুল মান্নান বলেন, ‘শিক্ষক হিসেবে কোনওদিন কোন ছাত্রকেও মারিনি ৷’ পরে আলাদা জায়গা চেয়ে চিঠি প্রতিক্রিয়ায় মান্নান জানান, ‘মানসকে সাসপেন্ড করেছে কংগ্রেস পরিষদীয় দল ৷’ কংগ্রেস পরিষদীয় দল সূত্রে খবর, সাসপেন্ড হওয়া কেউ পরিষদীয় দলের ঘরে বসতে পারেন না ৷ ঘরে কে বসবেন ঠিক করেন পরিষদীয় নেতা ৷

    তবে মান্নানের এই দাবি অস্বীকার করে মানস বলেন, ‘সাসপেনশন সংক্রান্ত কংগ্রেস পরিষদীয় দলের কোনও চিঠি পাইনি ৷ তবে শুনেছি সাসপেনশনের প্রস্তাব নেওয়া হয়েছে ৷ সেই প্রস্তাব অনুমোদনের জন্য হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে ৷’

    PAC চেয়ারম্যান পদ গ্রহণের পর থেকেই প্রদেশ কংগ্রেসের সঙ্গে কিঞ্চিৎ দূরত্ব তৈরি হয়েছে মানসের ৷ সোমবার বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবের সময়ে কমিটি তৈরি করে গণভোটের দাবি না মানার প্রতিবাদে পুরো কংগ্রেস দল বিধানসভা থেকে ওয়াক আউট করলেও আসন ছাড়েননি সবংয়ের কং বিধায়ক ৷ মঙ্গলবারও তাঁকে দলের ঘরের পরিবর্তে বিধানসভার লনে বসে থাকতে দেখা যায় ৷ গত সপ্তাহেই মানসকে দল থেকে বহিস্কার করার আবেদন জানিয়ে কংগ্রেস হাইকম্যান্ডকে চিঠি লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷

    First published:

    Tags: Abdul Mannan, All India Congress, Congress, Insecure Manas, Insecurity, Manas Bhunia, PAC Chairman