#কলকাতা: লক্ষ্য ছিল তৃণমূল-বিরোধী ভোট এক জায়গায় জড়ো করা। রাজ্যজুড়ে কংগ্রেসের সঙ্গে জোট গড়েছিল সিপিএম। কিন্তু ভোটবাক্সে কাজে এল না জোটের কৌশল। জোট করেও মুখ্যমন্ত্রীকে হারাতে ব্যর্থ বাম শিবির ৷ ভবানীপুর কেন্দ্র থেকে ২৫,৩০১ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়বারের জন্য সবুজ ঝড়। নারদা স্টিং, বিরোধী জোটের চ্যালেঞ্জ - সবকিছুর মোকাবিলা করার চ্যালেঞ্জ ছিল। অথচ ভোটের ফলই বলে দিচ্ছে, কোনও কিছুই বাধা হতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সব কিছু পিছনে ফেলে তাঁকে দেখেই ভোট দিয়েছে মানুষ।
ভবানীপুর কেন্দ্র লড়াই ছিল হেভিওয়েট প্রার্থীদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীপা দাশমুন্সিকে প্রার্থী করেছিল জোট ৷ ৷ বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন চন্দ্র কুমার বোস ৷ ফলাফল ঘোষণা হয়েছে ১৯ মে ৷ ২০১৬ বিধানসভা নির্বাচনে মোট ৬৫,৫২০ ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কংগ্রেসে লড়াকু নেত্রী বলেও পরিচিত দীপা পেয়েছেন ৪০,২১৯ ভোট, চন্দ্র বোস পেয়েছন ২৬,২৯৯ ভোট ৷ মানুষের সমর্থনের বিপুল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বাম ও কংগ্রেস জোট। জায়গা করতে পারল না গেরুয়া শিবিরও ৷
বিপুল ভোটেও জিতলেও ভোট কিন্তু অনেকটাই কমে গিয়েছে তৃণমূল সুপ্রিমোর ৷ ২০১১ সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৭৩,৬৩৫ ৷ এবারে কিন্তু সেই কেন্দ্র থেকে তিনি পেয়েছেন ৬৫,৫২০ ভোট ৷ গত নির্বাচনে যেখানে তিনি জিতেছিলেন ৫৪,২১৩ ভোটে সেখানেই এবার তিনি জিতেছেন ২৫,৩০১ ভোটে ৷ পরিসংখ্যান অনুযায়ী ২৮,৯১২ ভোট হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
অন্যদিকে, মানুষের জোট করেও বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্রকে জেতাতে পারল না তার দল ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের স্বেচ্ছাবসরের পর বঙ্গ সিপিএমের প্রধান কাণ্ডারী হয়ে ওঠেন সূর্যকান্ত। এবারের নির্বাচনে নারায়ণগড় থেকে ১৩,৫৮৯ ভোটে হেরে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷ বৃহস্পতিবার গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত বেশ আত্মবিশ্বাসী ছিল বাম শিবির ৷ কিন্তু যত সময় এগিয়েছে তত পিছিয়ে পড়েছে সূর্যকান্ত ৷ ২০১১ যখন বামেদের ধরাশায়ী অবস্থা সেই সময়েও প্রায় সাত হাজার ভোটে জিতেছিলেন তিনি ৷
একাধারে দলের রাজ্য সম্পাদক। বিধানসভার বিরোধী দলনেতা। সঙ্গে ভোটপ্রার্থীও। যে নজির সম্ভবত দলের আর কোনও নেতার ঝুলিতে নেই। ভোটে জিতলে নাকি ফ্রন্ট ও জোটের মুখ্যমন্ত্রিত্বের প্রধান দাবিদার ছিলেন সূর্যকান্ত মিশ্রই। কিন্তু পুরো ছবিটাই যে পালটে গেল ১৯ শে মের ভোটগণনার পর। দলকে সম্মানজনক আসনে জেতানো দূরে থাক, নিজের গড় নারায়ণগড়ই ধরে রাখতে পারলেন না সূর্যকান্ত। হেরে গেলেন মোট ১৩,৫৮৯ ভোটে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Battle For The States, Bengal Polls, Bengali News, ETV News Bangla, Mamata Banerjee, Suryakanta Mishra, West Bengal Assembly Election 2016, মমতা, সূর্যকান্ত