জনগণের মঞ্চে জনগণের নেত্রী, ২০ শে-এর পুনরাবৃতি ২৭ শে

বিপুল জনসমর্থনের কাঁধে ভর করে বিরোধীদের ধূলিসাৎ করে ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ৷ বিরোধী জোটকে উড়িয়ে দিয়ে ২৯৪ আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল জনসমর্থনে একাই জিতে নিলেন ২১১ টি আসন ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বিপুল জনসমর্থনের কাঁধে ভর করে বিরোধীদের ধূলিসাৎ করে ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ৷ বিরোধী জোটকে উড়িয়ে দিয়ে ২৯৪ আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল জনসমর্থনে একাই জিতে নিলেন ২১১ টি আসন ৷

    আগামী ২৭ মে জনগণের মঞ্চে জনগণকে সাক্ষী রেখে দ্বিতীয় বারের জন্য শপথ নেবেন বিশ্বের অন্যতম আলোচিত ক্ষমতাশালী মহিলা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

    ‘২৯৪ টি আসনে আমিই প্রার্থী’ ৷ এই মন্ত্র দিয়ে বিধানসভা অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । বাংলা জয় সম্পূর্ণ করে এখন নবান্নের পথে সেই অশ্বমেধ। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর তাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। আগামী পাঁচ বছর তিনিই বঙ্গের অধীশ্বর।

    বরাবরই তিনি অন্যরকম ৷ তিনিই দৃষ্টান্ত ৷ একধারে প্রশাসক, দক্ষ রাজনীতিবিদ, অন্যদিকে আটপৌরে-দক্ষ গৃহকর্ত্রী ৷ পরিবারের সকলের দিকে যার সমান নজর ৷ তাই যাদের সমর্থনে বিরুদ্ধ পরিস্থিতিতে একাকী লড়াই করে রাজনৈতিক কেরিয়ারের অন্যতম বড় লড়াইটি তিনি জিতেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানেও তাদের সামিল করতে চান তৃণমূল সুপ্রিমো ৷ তাই আগামী ২৭ মে রেড রোডে আয়োজিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান ৷

    ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১-এ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷ সেবার রাজভবনে শপথ নেওয়ার পর জনতার অভিবাদন মাথায় করে হেঁটে রাইটার্স গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন সে ঘটনা ৷

    রাজভবনে তিন হাজারের বেশি লোক ধরা সম্ভব নয় ৷ অগণিত অনুরাগীদের তাঁর আনন্দে সামিল করতে নেত্রী রোডরোডে শপথ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন ৷

    ২৭ মে সকাল ১১টা থেকে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ সামিল হবেন অগণিত অত্যুৎসাহী জনসাধারণ ৷ অনুষ্ঠান উপলক্ষে রেডরোডে তৈরি হবে বিশাল মঞ্চ ৷ সাধারণ মানুষ ছাড়াও অনুষ্ঠানে সামিল হবেন একাধিক মান্যগণ্য মানুষ ৷ শিল্পী থেকে রাজনীতিবিদ, প্রতিবেশী রাজ্যের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন সকলেই ৷ মনোরঞ্জনের জন্য উপস্থিত থাকবে মুখ্যমন্ত্রীর প্রিয় লোক শিল্পীরা ৷ ২০ মে ২০১১-এর আবার পুনরাবৃতি হবে আগামী ২৭ মে ২০১৬ ৷ দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

    First published:

    Tags: Mamata Banerjee, Mamata Banerjee Win, Oath, Oath Taking Ceremony, Red Road, West Bengal Assembly Election 2016