‘জনগণ’-এর মঞ্চে রেডরোডে ২৭শে শপথ গ্রহণ মমতার

অবরোধ, মিছিল, অনশন। জনতাকে পাশে নিয়ে তিনি সর্বদা থেকেছেন রাস্তায়। তাই ২৭ মে রেড রোডে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ ও ৩০ মে বিধায়কদের শপথ। ৩১ মে থেকে দুদিনের জন্য বসবে বিধানসভার অধিবেশন।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: অবরোধ, মিছিল, অনশন। জনতাকে পাশে নিয়ে তিনি সর্বদা থেকেছেন রাস্তায়। তাই ২৭ মে রেড রোডে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ ও ৩০ মে বিধায়কদের শপথ। ৩১ মে থেকে দুদিনের জন্য বসবে বিধানসভার অধিবেশন।

    রাস্তায় নেমেই তাঁর আন্দোলন। রাজপথই রাজনীতির অলিগলি চিনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই অবরোধ, মিছিল, অনশন। তাই আগামী শুক্রবার, ২৭ মে রেড রোডে শপথ নিতে চান, এ কথা ফল ঘোষণার পরই জানিয়েছিলেন তৃণমূলনেত্রী। এদিন সে কথা তিনি রাজ্যপালকে জানালেন। শুক্রবার পৌনে দুটো নাগাদ রাজভবনে যান মমতা। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে আধঘণ্টা কথা বলেন। তাঁর কাছে রেড রোডে শপথের ইচ্ছা জানান।

    ঠিক পাঁচ বছর আগে এই ২০ মে প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে প্রথা মেনেই রাজভবন এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এলেন দ্বিতীয়বার সরকার গঠনের দাবি জানাতে। মমতার শপথে থাকতে পারেন তাবড় রাজনীতিকরা- অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ। হবে তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার শপথের পরের দিনই বিধায়কদের শপথ।

    ২৮ ও ৩০ মে শপথ নেবেন বিধায়করা ৷ প্রোটেম স্পিকার হচ্ছেন জটু লাহিড়ি ৷ বিধানসভার অধিবেশন বসবে ৩১ মে ৷ ২ দিন চলবে অধিবেশন ৷ শুক্রবার এডিএমকে নেত্রী জয়ললিতার সঙ্গে কথা হয় মমতার। দু’জনে পরস্পরকে অভিনন্দনও জানান।

    First published:

    Tags: Bengal News, ETV News Bangla, Kolkata, Mamata Oath, Oath Ceremony, Red Road, বিধানসভা, মমতা শপথ গ্রহণ