বিধানসভার নতুন মন্ত্রী সভার ঘোষণা: LIVE

সেই মাহেন্দ্রক্ষণের আসতে আর কিছু মুহূর্ত বাকি ৷ ঐতিহাসিক মহা শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত রেড রোড। বেলা পৌনে একটায় রেড রোডের খোলা মঞ্চে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে সাড়ে চারটেয় ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলল প্রথম মন্ত্রিসভার বৈঠক ৷ বৈঠকের শেষে কে কোন দফতরের মন্ত্রী, তা নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

    কিছু ঘণ্টা আগেই শেষ হয়েছে কলকাতার মেগা শপথ ইভেন্ট ৷ রেড রোডের খোলা মঞ্চে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রীসভার ৪২ জন মন্ত্রী ৷

    শপথ অনুষ্ঠান উপলক্ষে শহরে বসেছিল চাঁদের হাট ৷ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ এছাড়াও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালু প্রসাদ যাদব, কেন্দ্রীয় নগর উন্নয়ন  প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

    কিন্তু শুক্রবার সকাল থেকেই তিলোত্তমার মেঘলা আকাশ দেখে শঙ্কিত ছিলেন সমর্থক থেকে উৎসাহী মানুষরা ৷ কিন্তু বরুণদেব বিঘ্ন ঘটালেন না এই মেঘা ইভেন্টে ৷ যদিও উদ্যোক্তারা আশ্বস্ত করে জানিয়েছিলেন, বৃষ্টি হলেও তা কোনও ভাবেই প্রভাব ফেলতে পারবে না মূল অনুষ্ঠানে ৷

      
    First published:

    Tags: CM Mamata Banerjee, LIVE BLOG, Mamata Banerjee Oath, Oath Ceremony, Red Road, West Bengal Assembly Election 2016, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়