জিএসটি-র প্রতি সমর্থনে অটল মমতা বন্দ্যোপাধ্যায়

জিএসটি বিলে ফের কেন্দ্রকে সমর্থনের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের স্বার্থে এই কর ব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: জিএসটি বিলে ফের কেন্দ্রকে সমর্থনের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের স্বার্থে এই কর ব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পমহলও চাইছে, দ্রুত জিএসটি কার্যকর হোক। বণিকসভার মঞ্চে পণ্য পরিষেবা করের পক্ষে সওয়াল করে শিল্পমহলকেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

    বিরোধী কংগ্রেস ও বামেরা বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুলছে বার বার। সারদাকাণ্ড ছাড়াও তারা জিএসটি বিলে তৃণমূলের সমর্থনের প্রসঙ্গ তুলে ধরছে। কিন্তু বিরোধীদের প্রচারে গুরুত্ব না দিয়ে জিএসটি-র প্রতি সমর্থনে অটল মমতা বন্দ্যোপাধ্যায়।

    দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বলেন, ইস্যুর ভিত্তিতে কেন্দ্রের প্রতি সমর্থন বা বিরোধিতার অবস্থান ঠিক করা হবে। জিএসটি বিল পাশের ক্ষেত্রে কেন্দ্রকে সমর্থন দেওয়ার কথা জানান তিনি। মঙ্গলবার বণিকসভার সংবর্ধনা মঞ্চে ফের পণ্য পরিষেবা করের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের সঠিক সিদ্ধান্তের পাশে থাকবে তৃণমূল।

    পণ্য পরিষেবা কর চালু হলে রাজস্ব আদায় ব্যবস্থায় জটিলতা দূর হবে। উৎপাদককে যেমন কম কর দিতে হবে, তেমনই কেন্দ্র ও রাজ্য উভয়েরই রাজস্ব সংগ্রহ বাড়বে। তাই শিল্প মহলের অনেকদিনের দাবি, জিএসটি চালু করা হোক।

    রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রীও চাইছেন, দ্রুত কার্যকর হোক জিএসটি। রাজ্যসভায় বিল পাশ করাতে তৃণমূলের সমর্থন দরকার মোদি সরকারের। কেন্দ্রকে সেই আশ্বাস ফের দিলেন মমতা। বণিকসভার মঞ্চে সেই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের মনোভাব সম্পর্কে শিল্প মহলকে ইতিবাচক বার্তাও দিতে চাইলেন।

    First published:

    Tags: Bengali News, Chambers Of Commerce, Chief minister, ETV News Bangla, GST Bill, Mamata Banerjee