#কলকাতা: নোট বাতিল থেকে জিএসটি। রাইজিং বেঙ্গলের মঞ্চে মোদি সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর। সমালোচনা করেন পূর্বতন বাম সরকারেরও। কেন্দ্রের বেটি বাঁচাও, বেটি পড়াও নয়। বিশ্বের দরবারে স্বীকৃতির পর কন্যাশ্রীর হাত ধরেই রাজ্যের সামাজিক উন্নয়ন আরও গতি পাবে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শুরু থেকেই কেন্দ্রের নোট বাতিল ও তড়িঘরি জিএসটি চালুর বিরোধিতা করছেন তৃণমূল নেত্রী। মোদি সরকারের নীতির জেরেই গোটা দেশে কর্মসংস্থান ধাক্কা খেয়েছে বলে রাইজিং বেঙ্গলের মঞ্চে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
ক্ষমতায় আসার পর বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চরম আর্থিক সংকটেও রাজ্যের উন্নয়ন চালিয়ে যাওয়ার দাবি মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে প্রাক্তন বাম সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদি সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দরবারে সর্বোচ্চের শিরোপা পাওয়া কন্যাশ্রীই বাংলার উন্নয়নে গতি আনবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উনিশের লোকসভা নির্বাচনই যে তাঁর পাখির চোখ, এদিন স্পষ্টই সেই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Mamata Banerjee, Mamata Criticizes Centre, Rising Bengal