#কলকাতা: রাতের কলকাতায় দাপিয়ে বেড়ায় বাইক বাহিনী। শহরের একাধিক রাস্তা, উড়ালপুলে রাত বাড়লেই চলে গতির প্রতিযোগিতা। মুহূর্তের ভুলে দুর্ঘটনা ৷ প্রাণ দিয়ে মাসুল চোকায় বাইক আরোহী।
তাই বাইক বাহিনীর মারণ অ্যাডভেঞ্চারে রাশ টানার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি জানিয়ে দিলেন, রাত দশটার পর পরমা ও AJC বোস রোড ফ্লাইওভারে বাইকে নো এন্ট্রি। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ত্রুটিমুক্ত পরিবহণ ব্যবস্থা চালু করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী।
AJC বোস রোড ফ্লাইওভার, মা উড়ালপুল কিংবা নিউটাউনের রাস্তা। প্রত্যেকদিন চলে বাইক বাহিনীর প্রতিযোগিতা। নজরুল মঞ্চে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাত ১০টার পর পরমা ও AJC বোস রোড ফ্লাইওভারে বাইক চলবে না।
এ রাজ্যে বাইক আরোহীদের হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘যাত্রীকে হেলমেট কেনার সময় দিতে হবে ৷ প্রয়োজনে তার জন্য প্রচার চালাতে হবে ৷ নতুন বাইক কিনলেই, নতুন হেলমেট ৷ বাইক কিনলেই হেলমেট কেনা বাধ্যতামূলক করতে হবে ৷ প্রয়োজনে হেলমেটের ব্যবস্থা করবে রাজ্য ৷’
পরিবহণ দফতরের একাংশে বেশ কিছু ত্রুটি রয়েছে। দফতরকে ত্রুটিমুক্ত করতে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পের উদ্বোধনে একাধিক কর্মসূচি গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী।
- পথ নিরাপত্তা নিয়ে জেলাওয়াড়ি কমিটি বৈঠক করবে
- কোনওভাবে ট্রাফিক আইন অমান্য করা চলবে না
- স্কুলে সেফ ড্রাইভ, সেভ লাইভ নিয়ে পাঠ্যক্রম (থাকবে)
- সেফ ড্রাইভ, সেভ লাইভ নিয়ে বিশেষ জিঙ্গল
- সিনেমা হল ও পুজো প্যান্ডেলে জিঙ্গেল বাজবে
- দুর্ঘটনামুক্ত ব্লককে পুরস্কৃত করবে রাজ্য সরকার
- বাড়তি নজরদারির জন্য সিসিটিভি-র সংখ্যা বৃদ্ধি
- সরকারি বাসের টাইম টেবিল তৈরি হবে
প্রতিবেশী দেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এরাজ্যের ট্রাফিক পুলিশকেও এদিন সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পরিবহণ দফতরের নতুন নিয়ম অনুযায়ী, অন্য রাজ্যের গাড়ি এরাজ্যে ঢুকলেই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে।
একইসঙ্গে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের ভাল কাজ করলে পুরস্কার দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷ ‘ট্রাফিক পুলিশরা ভালো কাজ করলে প্রয়োজনে পরিবারের সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার’, বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাজ্যে পথ দুর্ঘটনার মোকাবিলায় পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অবশ্য মহানগরের একাধিক জায়গায় হেলমেট ছাড়াই দাপিয়ে বেড়াতে দেখা গেল বাইক বাহিনীকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bikers, CM Mamata Banerjee, Kolkata, New Rule of Traffic, Rash Driving, Transport Rule