#কলকাতা: বারবার আবেদনেও কাজ হয়নি। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা মেটানোর নামও করছে না কেন্দ্র। এবার তাই কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে কেন্দ্রকে বার্তা দেওয়ার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কারণেই রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। নদীয়ার প্রশাসনিক বৈঠকে আরও একবার কেন্দ্রের বৈষম্যমূলক আচরণ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের বঞ্চনায় কড়া মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় প্রকল্প বন্ধের সিদ্ধান্ত
খরচ হওয়া টাকাও মিলছে না
পক্ষপাতের অভিযোগে সরব মমতা
মিলছে না কেন্দ্রীয় প্রকল্পের টাকা। ১০০ দিনের কাজ, রাষ্ট্রীয় বীমা যোজনার মতো বহু প্রকল্পের টাকা আসা বন্ধ। কেন্দ্রের এই বঞ্চনায় আরও একবার সরব মমতা বন্দ্যোপধ্যায়।
রাজ্য থেকে কেন্দ্রের আদায় করা করের অংশও বাকি পড়েছে। এর আগে বহুবার টাকার দরবার করেও লাভ হয়নি। নদীয়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর খেদ, কেন্দ্রের টাকা বকেয়া থাকায় উন্নয়নের অনেক কাজই শুরু করা যাচ্ছে না। এর উপর রয়েছে বিশাল ঋণের বোঝা। পরিস্থিতি সামলাতে আপাতত কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী-
-সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের মতো কেন্দ্রীয় প্রকল্প আপাতত বন্ধ রাখা হবে রাজ্যে-শুধু গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিই চালিয়ে যাওয়া হবে-নিজেদের দফতরের টাকার জন্য দরবার করতে হবে বিভাগীয় সচিবদের -প্রয়োজনে দিল্লি গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়ে করতে হবে
যে কোনও ধরণের বেআইনি ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সতর্ক করেন দলীয় নেতৃত্বকেও। তবে এসবকিছুকেই ছাপিয়ে যাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর যুদ্ধং দেহি মনোভাব।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।