বিদ্যুৎ সহযোগী অ্যাপস চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুক্রবার টাউন হলে আয়োজন করা হয়েছে নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক ৷ এদিন টাউনে হলে পৌঁছে বিদ্যুৎ সহযোগী অ্যাপস চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: শুক্রবার টাউন হলে আয়োজন করা হয়েছে নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক ৷  এদিন টাউনে হলে পৌঁছে বিদ্যুৎ সহযোগী অ্যাপস চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

    নতুন সরকারের উন্নয়নের রূপরেখা ঠিক করার কথা আজকের বৈঠকে ৷ উপস্থিত থাবেন বিভিন্ন দপ্তরের প্রধানসচিব এবং যুগ্মসচিবরা। থাকবেন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররাও ৷ বৈঠকের শুরুতেই অ্যাপসের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷নতুন আ্যপসের কথা ঘোষণা করে তিনি জানান, কেবল WBSEDCL-র গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন ও অভিযোগ জানাতে পারবেন গ্রহকরা ৷অ্যাপসের মাধ্যমে বিল দেওয়ার সুবিধা থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি থাকবে আরও অনেক পরিষেবা ৷জানি গিয়েছে, এদিনের বৈঠকে কোন দফতর কতখানি কাজ করেছে এবং কতটা কাজ বাকি রয়েছে সেই বিষয়ে পর্যালোচনা হবে ৷ যে কাজ গুলি বাকি আছে তা কতদিনের মধ্যে শেষ করতে হবে তাও ঠিক হবে এদিনের বৈঠকে ৷
    First published:

    Tags: Administrative Meet, Bengali News, Chief minister, ETV News Bangla, Mamata Banerjee, New Apps, Town Hall, বিদ্যুৎ সহযোগী অ্যাপস