২২ মাস জেল খেটে জামিন পেলেন মদন মিত্র, দেখে নিন কোন পথে জামিন

২০১৪ সালে ১২ ডিসেম্বর সারদা বেআইনী অর্থলগ্নি মামলায় হাজিরার জন্য তৎকালীন মন্ত্রীকে ডেকে পাঠায় সিবিআই ৷ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ২২ মাস পর একের পর এক কোর্টের শুনানিতে জামিনের আর্জি খারিজের পর অবশেষে সুখবর ৷ শর্তসাপেক্ষে মদন মিত্রের জামিন মঞ্জুর করল আলিপুর আদালত ৷ ১৫ লক্ষ টাকা করে দুটি বন্ড অর্থাৎ মোট ৩০ লক্ষ টাকার বন্ডে মুক্তি পেলেন মদন মিত্র ৷ মুক্তি পেলেও প্রাক্তন পরিবহন মন্ত্রীকে সপ্তাহে ১ দিন সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে ৷

    কোর্টের পরবর্তী নির্দেশের আগে কলকাতা ছেড়ে যেতে পারবেন মদন মিত্র ৷ পুলিশের কাছে তাঁকে নিজের পাসপোর্ট  জমা রাখতে হবে ৷ ২০১৪ সালে ১২ ডিসেম্বর সারদা বেআইনী অর্থলগ্নি মামলায় হাজিরার জন্য তৎকালীন মন্ত্রীকে ডেকে পাঠায় সিবিআই ৷ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর  মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই ৷ ৬ দিন হেফাজতে থাকার পর জেলে পাঠানো হয় ‘প্রভাবশালী’ মন্ত্রী মদন মিত্রকে ৷

    কোন পথে মদন মিত্রের জামিন মামলা, দেখে নিন এক নজরে,

    ১২ ডিসেম্বর, ২০১৪ : মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই১৩ ডিসেম্বর, ২০১৪: সিবিআই হেফাজতের নির্দেশ

    ৮ ডিসেম্বর, ২০১৪ : আলিপুর আদালতে জেল হেফাজতের নির্দেশ১২ ফেব্রুয়ারি, ২০১৫ : হাইকোর্টে জামিন আবেদন মদন মিত্রের১৭ এপ্রিল, ২০১৫ : দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে মদন মিত্রের নাম২৩ এপ্রিল, ২০১৫ : আলিপুর আদালতে জামিন খারিজ২ জুলাই, ২০১৫ : আলিপুর আদালতে ফের জামিন খারিজ১৫ জুলাই, ২০১৫ : কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন৬ অগাস্ট, ২০১৫: আইনজীবী কপিল সিবাল সওয়াল করেনতবুও জামিনের আর্জি খারিজ হয়১৪ অগাস্ট, ২০১৫: সারদাকাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ৮ অক্টোবর, ২০১৫: আলিপুর আদালতে ফের জামিন খারিজ৩১ অক্টোবর, ২০১৫: মদন মিত্রকে শর্তাধীন জামিন মঞ্জুরনি‍র্দেশ আলিপুর জেলা ও দায়রা আদালতের২ নভেম্বর, ২০১৫: নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সিবিআইচ্যালেঞ্জ করে আবেদন হাইকোর্টে৩ নভেম্বর, ২০১৫: মদনের জামিন খারিজ করল হাইকোর্টফের জেলে মদন মিত্র১৯ জুন, ২০১৬ : জেলে থেকেই বিধানসভা ভোটে লড়েনকামারহাটি থেকে হার মদন মিত্রের৭ সেপ্টেম্বর, ২০১৬ : ‘মদন বিধায়ক নন, মন্ত্রীপদও গিয়েছে’‘তাঁকে আর প্রভাবশালী বলা চলে না ৷এই তত্ত্ব তুলে ধরে সওয়াল মদনের আইনজীবীদের ৷৯ সেপ্টেম্বর, ২০১৬ : মদনের জামিন মঞ্জুর করল আদালত

    অন্যদিকে, জামিনের কপি হাতে পেলে মদনের জামিনের বিরোধীতা করে হাইকোর্টে আবেদন করবে বলে জানিয়েছে সিবিআই ৷

    First published:

    Tags: Bail Appeal, Bail Appeal Accepted, Bail plea Accepted, Madan Mitra Bail