#কলকাতা: বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অমিত মিত্র ৷ দ্বিতীয়বারের জন্য সরকার গড়ার পর এটি ছিল তৃণমূল সরকারের প্রথম বাজেট ৷
২০১৬-১৭ আর্থিক বছরে ৫৭,৯০৫ কোটি টাকার রাজ্য বাজেট এদিন পেশ করলেন অর্থমন্ত্রী ৷ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২২ লক্ষ করল সরকার ৷ এছাড়া রাজ্য বাজেটে উচ্চশিক্ষায় জোর দেওয়া হয়েছে ৷ বৃত্তিকর ছাড়ের উর্ধ্বসীমা বাড়িয়ে এদিনের বাজেটে ১০ হাজার টাকা করা হয়েছে ৷
রাজ্য বাজেটে নতুন কর প্রস্তাব নেই ৷ নতুন করে কোনও কর আরোপ করা হয়নি ৷ জনকল্যাণমুখী পথেই চলবে রাজ্য সরকার ৷ রাজ্য বাজেট এমনটাই ইঙ্গিত অমিত মিত্রের ৷ আরও কি বললেন অর্থমন্ত্রী দেখে নিন এক নজরে,
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Mitra, Bengal Budget, Bengal Budget 2016, Finance Minister, State Assembly Budget