#কলকাতা: প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ৷ বৃহস্পতিবার বিকেল ৩ টে ১৬ নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ তাঁর মৃত্যুর মধ্যে দিয়েই শেষ হয়ে গেল বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী অধ্যায় ৷ গোটা জীবনে প্রচুর সম্মান পেয়েছেন তিনি ৷ সাহিত্য অ্যাকাডেমি সম্মান, পদ্মশ্রী, পদ্ম বিভূষণ, জ্ঞানপীঠ, রমন ম্যাগসেসে পুরস্কার ৷ গোটা জীবনকেই উৎস্বর্গ করেছিলেন লেখনিতে ৷ তবে শুধু লেখাই নয়, সমাজসেবী হিসেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷ এক নজরে দেখে নেওয়া যাক তাঁর কলমের সৃষ্টি৷
‘হাজার চুরাশির মা’ ‘অরণ্যের অধিকার’ ‘অগ্নিগর্ভ’ ‘চোট্টি মুণ্ডা এবং তার তীর’ ‘গণেশ মহিমা’ ‘শালগিরার ডাকে’ ‘প্রতি চুয়ান্ন মিনিটে’ ‘কৃষ্ণা দ্বাদশী’ ‘স্তনদায়িনী’ ‘রুদালি’ ‘আইপিসি ৩৭৫’ ‘প্রস্থানপর্ব’ ‘ব্যাধখণ্ড’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Book, Kolkata, Mahasweta Devi