#কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, চিট ফান্ড কেলেঙ্কারিসহ একগুচ্ছ ইস্যুতে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছিল বামেরা ৷ এদিন সকালে আলিপুর ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বামফ্রন্ট। বিক্ষোভে সামিল ছিলেন সূর্যকান্ত মিশ্রসহ দলের শীর্ষ নেতারা। এরপর বিকেলে লালবাজারের সামনে শুরু হয় বামেদের অবস্থান কর্মসূচি । বেন্টিঙ্ক স্ট্রিট ও গণেশচন্দ্র অ্যাভিনিউর সংযোগস্থলে চলে বিক্ষোভ চলে বহুক্ষণ। অবস্থান বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Left Front, Left Front Agitation, Left front sitting Demonstration