পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিল জোটসঙ্গী বামেরা

এবার অন্য কূলও ভাসিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিল জোটসঙ্গী বামেরা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  এক কূল আগেই গিয়েছিল। এবার অন্য কূলও ভাসিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিল জোটসঙ্গী বামেরা। ভাঙা হৃদয় নিয়েই রাজভবনে একাধিক ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করতে গিয়েছিলেন কংগ্রেস বিধায়কররা। সেখানেও আশাবাদী হওয়ার মতো কিছুই হল না। উলটো মানস ভুঁইঞা যেভাবে বামেদের প্রশংসায় পঞ্চমুখ হলেন, তাতে আরও চাপ বাড়ল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের।

    পিএসি ইস্যুতে পথে বসিয়ে দিয়েছে জোটজঙ্গী বামেরা। শুক্রবার সকালেই সেই খবর পেয়েছিলেন বিরোধী দলনেতা। তারপর বিধানসভায় সূর্যকান্ত মিশ্রের পায়ে হাত দিয়ে প্রণাম মানস ভুঁইঞার। একসঙ্গে চা পান।

    বিরোধী দলনেতা তখন রাজভবনে।সবংয়ের বিধায়ককে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেন মান্নানরা। সেই মানসই তখন ব্যস্ত পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে।

    ভোটের বিপর্যয়ের পর থেকেই দল ছাড়ার আতঙ্ক তাড়া করছে কংগ্রেসকে। হচ্ছে একের পর এক পুরসভা। তাই দলত্যাগীদের নতুন করে নির্বাচনে লড়ারও চ্যালেঞ্জ ছোঁড়েন মান্নান।

    বিধায়সভায় কংগ্রেস বিধায়কদের মধ্যে এদিন রাজভবনে বিরোধী দলনেতার সঙ্গী হন ২৫ জন। তার মধ্যে দেখা যায়নি বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখকে।

    পিএসি বিতর্কে তাই সব চাপ এখন কংগ্রেস কংগ্রেসের ওপরই। এআইসিসি হাত তুলে নেওয়ায় আরও বিভ্রান্ত অধীর-মান্নানরা। মুখরক্ষার উপায় খুঁজতেই এখন মাথা ঘামাতে হচ্ছে।

    First published:

    Tags: Abdul Mannan, ETV News Bangla, Left Front, PAC, Public accounts commitee