#কলকাতা: চেন রিঅ্যাকশন সূত্রকে কাজে লাগিয়েই মেধাবী ছাত্রদের জীবনের মোড় ঘোরাতে চাইছে আইআইটি। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তনীদের থেকে ডোনেশন নিয়েই নতুন ছাত্রদের পড়ার খরচ জোগাবে প্রতিষ্ঠানটি। বাষট্টি তম সমাবর্তন অনুষ্ঠানে প্রস্তাব আইআইটি-র ডিরেক্টরের। পদার্থের ক্রিয়া-বিক্রিয়াতেই খুঁজে নেওয়া বাঁচার ইচ্ছা, বাঁচিয়ে রাখার স্বপ্ন। রাতভর পরিশ্রমের পর ভোরের আলো দেখা। সেই স্বপ্নকে বাস্তবে পূরণের পথে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা খড়গপুর আইআইটি-র। মেধাবী ছাত্রদের পাশে দাঁড়াতে প্রাক্তনীদের কাছে ডোনেশন চাওয়ার প্রথা চালুর প্রস্তাব দিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর। পড়ার খরচ জোটাতে ঋণ নিয়ে বেশিরভাগ ছাত্রই পড়তে আসেন আইআইটিতে। ধার মেটাতে তিন বছর পড়াশোনার পর চাকরি খুঁজে নিতে হয়। আইআইটির তিরিশ হাজার প্রাক্তনীর কাছে দশ হাজার টাকা করে ডোনেশন নিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের সেই খরচ এবার জোগাবে এই ফান্ড। শর্ত একটাই, প্রাক্তন হলে সেই পড়ুয়াকেও দিতে হবে দশ হাজার টাকা। ফাইনাল ইয়ারের পরীক্ষার প্রশ্নপত্র শক্ত করে ছাত্রদের প্যাঁচে ফেলতে চেয়েছিলেন ছায়াছবির বীরু সহস্রবুদ্ধে। কিন্তু, বাস্তবে আইআইটি-র ডিরেক্টর পথ দেখালেন আলোর। রাজু রাস্তোগীদের পাওনাদার জর্জরিত জীবনে খুলে দিলেন নতুন পথ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Donations, ETV News Bangla, IIT KHARAGPUR, Learn Earn Return, New Scheme To Be Launched By IIT, Study First Pay Later