#কলকাতা: ফর্মে কোনওরকম ভুল-ত্রুটি থাকলে নিয়োগ বাতিল ৷ এতদিন ধরে সমস্ত সরকারি নিয়োগ পরীক্ষায় তাই হয়ে এসেছে ৷ কিন্তু ফর্মের সামান্য ভুল ক্রুটিতে যোগ্য চাকরিপ্রার্থী হারাতে চায় না কমিশন ৷ তাই বিজ্ঞপ্তি জারি করে আবেদনকারীদের ফর্মের ভুল সংশোধনের আরও একবার সুযোগ দিল স্কুল সার্ভিস কমিশন ৷
কমিশনের নিজস্ব ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে ফর্মের ভুল সংশোধনের জন্য তারিখ ঘোষিত হয়েছে ৷ নবম-দশম শ্রেণী ও একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক পদে আবেদনকারীরা ৭ নভেম্বর থেকে কমিশনের ওয়েবসাইটে ভুল সংশোধনের সুযোগ পাবেন ৷ ক্রুটি সংশোধনের শেষ সুযোগ ৯ নভেম্বর ৷
তবে ফর্মের নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই সংশোধন সম্ভব ৷ যেমন, নামের বানান, জন্মতারিখ, লিঙ্গ এছাড়া বিভাগ, পড়াশুনার মাধ্যম ৷ বাকি অন্য কোনও বিভাগে ত্রুটি থাকলে তা সংশোধন সম্ভব নয় ৷
স্কুল সার্ভিস কমিশনের সরকারী ওয়েবসাইট www.westbengalssc.com -এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবম-দশম শ্রেণীর শিক্ষক পদে আবেদনকারীরা আগামী ১৬ নভেম্বর বিকেল পাঁচটার পর থেকে পরীক্ষার জন্য অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন ৷ একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১৮ নভেম্বর বিকেল পাঁচটা থেকে ৷
একইসঙ্গে কমিশন জানিয়েছে, কোনও প্রার্থী অ্যাডমিট ডাউনলোডের সময়ে সমস্যার মুখোমুখি হন, তাহলে তারা ২২ ও ২৩ নভেম্বর কমিশনের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ৷
ইতিমধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কমিশন ৷ এবারে দুটি আলাদা দিনে নেওয়া হবে নিয়োগের লিখিত পরীক্ষা ৷ নবম-দশম শ্রেণীর শিক্ষকপদে নিয়োগ পরীক্ষা হবে ২৭ নভেম্বর এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষকপদে ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে ৷ দু’টি পরীক্ষাই চলবে দুপুর ১২টা থেকে শুরু হবে চলবে ১টা পর্যন্ত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Higher Secondary Teachers Appointment, School Service Commission, Secondary and Higher Secondary Teachers Appointment, Secondary Teachers Appointment, SSC