#কলকাতা: সকাল থেকেই অরবিন্দ সেলে প্রার্থনা। দুপুরে উপন্যাস লিখতে লিখতেই কারা কর্তৃপক্ষের কাছ থেকে মেলে সুসংবাদটি। তারপরই স্বস্তির হাসি ফুটে ওঠে কুণাল ঘোষের মুখে। একে একে অভিনন্দন জানিয়ে যান সহবন্দিরা। মুক্তির খবরের মধ্যেই কুণালের উপলদ্ধি, এখনও অনেক দূর যেতে হবে।
জামিন যে পাবেন, তা চব্বিশ ঘণ্টা আগেই বুঝেছিলেন। কিন্তু প্রায় তিন বছরের বন্দিদশা যতক্ষণ না কাটছে, ততক্ষণ স্বস্তির সুযোগ নেই। তাই বুধবার সকাল থেকেই প্রার্থনায় মগ্ন ছিলেন কুণাল ঘোষ।
প্রেসিডেন্সি জেলের অরবিন্দ সেলে চলছিল প্রার্থনা। বেশ কয়েকঘণ্টা প্রার্থনা সেরে বেলা গড়াতেই ফিরে আসেন জেল হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে। অসুস্থতার কারণে এখানেই রয়েছেন কিছুদিন। শুরু করেন উপন্যাস 'বন্দির ডায়েরির' উপসংহার লেখা।
উপন্যাসটির নামও যে প্রতীকী। লেখালিখি করতে করতেই কারা কর্তৃপক্ষের মুখ থেকে শোনেন সুখবরটা। কর্তৃপক্ষের তরফে কুণালকে জানানো হয় 'আপনার জামিন হয়েছে'। মুহূর্তেই স্বস্তির হাসি ফুটে ওঠে তাঁর মুখে। একে একে অভিনন্দন জানিয়ে যান সহবন্দিরাও। জামিনের খবর পেয়ে কুণালের প্রতিক্রিয়া, 'ভগবানের ওপর ভরসা আছে। অনেক দূর যেতে হবে। আদালতকে ধন্যবাদ'।
জামিন পেলেও, এখনও যে অনেকটা পথ চলা বাকি। প্রায় তিনবছরের কারাবাসে বুঝতে পেরে গিয়েছেন কুণাল ঘোষ।
আইনি পথেই কুণাল ঘোষের জামিন মঞ্জুর হল এদিন ৷ ২০১৩ সালের ২৩ নভেম্বর গ্রেফতার হন কুণাল ৷
সারদা রিয়েলটির মূল মামলা ম্যাজিস্ট্রেটের কাছে বিচারাধীন ৷ এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৩ বছরের সাজা দিতে পারেন ৷ ফৌজদারি আইন বলছে, সর্বোচ্চ ৩ বছর সাজার বিধানের ক্ষেত্রে বিচার চলাকালীন অভিযুক্ত দেড় বছরের বেশি হেফাজতে থাকলে তাঁর জামিন প্রাপ্য ৷ জেল কোড অনুসারে প্রতিবছর ৪৫ দিন শাস্তি মকুব হয় ৷ সেই অনুসারে ৩ বছরে তাঁর সাজা খাটার কথা ৩১ মাস ১৫ দিন ৷ ইতিমধ্যেই ৩৪ মাসের বেশি বন্দিদশা কাটিয়ে ফেলেছেন কুণাল ৷ সেই কারণেই আইন অনুসারে এদিন তাঁর জামিন মঞ্জুর করল আদালত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Kunal Ghosh, Kunal Ghosh Bail Accepted, Sarada Scam