#কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভাড় ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই ৷ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি ৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি ৷
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ৷ দক্ষিণবঙ্গে সাধারণত মেঘলা আকাশ ৷ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা ৷
হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনই শহরের আকাশ মেঘলা থাকবে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷
পুজোর বাকি মাত্র ১০ দিন ৷ হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনই শহরের আকাশ মেঘলা থাকবে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ তবে ভরা ভাদ্রে বৃষ্টির ক্রমাগত চোখ রাঙানিতে কিছুটা হলেও প্রভাব পড়বে পুজোর বাজার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Kolkata Weather Forecast, Kolkata Weather Update, Rainfall