#কলকাতা: পুজোর মুখে রাজ্যজুড়ে বৃষ্টি। আজ ভোররাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল থইথই শহরের একাধিক জায়গা। সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ আজ কলকাতায় সারাদিনই মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
বৃষ্টিতে জলমগ্ন সল্টলেকের সেক্টর ফাইভ, করুণাময়ী সহ বিস্তীর্ণ এলাকা। একদিকে বিহার-ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে উত্তর-পূর্ব বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের জেরে বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সারাদিন আকাশ মেঘলা থাকলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ছাড়াও দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Durga Puja 2017, Kolkata Weather, Rainfall, Weather Forecast