#কলকাতা: পুলিশের তোলাবাজি এড়াতে গিয়ে শনিবার সাত সকালে দমদম পার্কের ভিআইপি রোডে দুর্ঘটনা ঘটল। গুরুতর আহত ৩ জন। পাথর বোঝাই লরির পিছনে অন্য একটি লরি ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই এখানে সিভিক ভলান্টিয়াররা গাড়ি থামিয়ে তোলাবাজি চালায়। এদিনও সকাল ৬.১৫ মিনিট নাগাদ একটি লরিকে থামতে বলে তারা। আচমকা লরিটি ব্রেক মারায়, পিছনের অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। যদিও, পুলিশের দাবি, সকাল সাতটার আগে এই এলাকায় সিভিক ভলান্টিয়ার থাকেন না। লরির দরজা কেটে চালক ও খালাসিকে উদ্ধার করা হয়। খালাসির একটি পা কাটা গেছে। আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে সকালের ব্যস্ত সময় এয়ারপোর্ট থেকে উল্টোডাঙা পর্যন্ত যান চলাচল ব্যহত হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Civic volunteer, Kolkata, Kolkata Police, Truck Accident, VIP Road