Home /News /kolkata /
কলকাতা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, লন্ডভন্ড শহর

কলকাতা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, লন্ডভন্ড শহর

কলকাতা জুড়ে চলছে ব্যাপক ঝড়বৃষ্টি ৷ প্রবল বৃষ্টিতে জল জমেছে আমহার্স্ট স্ট্রিটে ৷ জলবন্দি ঠনঠনিয়া এলাকা ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: কলকাতা জুড়ে চলছে ব্যাপক ঝড়বৃষ্টি ৷ প্রবল বৃষ্টিতে জল জমেছে আমহার্স্ট স্ট্রিটে ৷ জলবন্দি ঠনঠনিয়া এলাকা ৷ যানজটে অবরুদ্ধ সিআর অ্যাভিনিউ ৷ এজেসি বসু রোড, স্ট্র্যান্ড রোডেও ঝড় বৃষ্টিতে আটকে পড়া গাড়ির লম্বা লাইন ৷

  বৃষ্টির জেরে মা উড়ালপুলেও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পার্ক সার্কাসে তৈরি হয়েছে ব্যাপক যানজট ৷ ইএম বাইপাস থেকে পার্ক সার্কাসে কোনও গাড়ি আসছে না ৷ তার জেরেই বন্ধ মা উড়ালপুল ৷

  প্রবল ঝড়ে গাছ ভেঙে পড়ল যাদবপুর এইট-বি-তে ৷ ভিআইপি রোডে,লেক, আমহার্স্ট স্ট্রিট অঞ্চলেও গাছ ভেঙে পড়েছে ৷ গাছ ভেঙে রাস্তা আটকে গিয়েছে হেস্টিংসে ৷ শিয়ালদহে হিন্দ সিনেমা হলের সামনে গাছ ভেঙে বন্ধ রাস্তা ৷ ফলে রাস্তায় তৈরি হয়েছে ব্যাপক যানজট ৷ ভেঙে পড়া গাছ সরানোর কাজ চলছে ৷ গোটা শহর জুড়ে ৪০ টিরও বেশি গাছ ভেঙে পড়েছে ৷

  ব্যাপক বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল ৷ বালিগঞ্জ স্টেশনে বৃষ্টির ফলে ওভার হেড তারে সমস্যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ৷ ঝড়ে গাছ পড়ে ছিঁড়ে গিয়েছে সোনারপুরে ওভারহেড তার ৷ এর ফলে সোনারপুর-বারুইপুর রুটেও বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল ৷ ১ ঘণ্টা পর আপ শাখায় ট্রেন  শুরু হয় ট্রেন চলাচল ৷ ডাউন লাইনে ওভারহেড তারের কাজ চলছে ৷

  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর ৷ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরেই প্রবল বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৷ এই মুহূর্তে দিঘার কাছে অবস্থান করছে এই নিম্নচাপ ৷

  First published:

  Tags: Kolkata, Kolkata Rain, Raining, Strom, Traffic Jam, কলকাতায় বৃষ্টি

  পরবর্তী খবর