IVRCL-এর বিরুদ্ধে দায়ের FIR, সিল অফিস

হায়দরাবাদের নির্মান সংস্থা IVRCL-এর বিরুদ্ধে পোস্তা থানায় দায়ের করা হল FIR ৷ পোস্তা এলাকায় ভেঙে পড়া বিবেকানন্দ সেতুর নির্মাণকার্যের দায়িত্ব ছিল এই সংস্থাটির ওপরই ৷ বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনার পর সংস্থাটির তিন কর্তার বিরুদ্ধে ৩০৪, ৩০৮ ও ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ একইসঙ্গে সিল করে দেওয়া হল IVRCL-এর কলকাতার তিনটি অফিস ৷ পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: হায়দরাবাদের নির্মান সংস্থা IVRCL-এর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে পোস্তা থানায় দায়ের করা হল FIR ৷ পোস্তা এলাকায় ভেঙে পড়া বিবেকানন্দ সেতুর নির্মাণকার্যের দায়িত্ব ছিল এই সংস্থাটির ওপরই ৷ বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনার পর সংস্থাটির তিন কর্তার বিরুদ্ধে ৩০৪, ৩০৮ ও ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ একইসঙ্গে সিল করে দেওয়া হল IVRCL-এর কলকাতার তিনটি অফিস ৷ পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

    অন্যদিকে, দুর্ঘটনার দায় নিতে নারাজ IVRCL ৷ সংস্থার মুখপাত্র পান্ডু গঙ্গারাও জানান, ‘কেএমডিএ নির্মাণের নকশা অনুমোদন করে ৷ তাদের সঙ্গে আলোচনা করে কাজ হয় ৷ ভগবানের ইচ্ছেতেই দুর্ঘটনা হয়েছে ৷ এতে নির্মাণ সংস্থার কোনও গাফিলতি নেই ৷’ ঘটনার পর থেকেও দুর্ঘটনাস্থল থেকে পলাতক IVRCL-এর নির্মাণকর্মীরা ৷ স্থানীয়দের অভিযোগ, গাফিলতি নির্মাণ সংস্থার ৷ বুধবার রাতেও সেতুতে ঢালাইয়ের কাজ চালিয়েছেন নির্মাণকর্মীরা ৷ এমন ঘিঞ্জি জনবসতিপূর্ণ অঞ্চল দিয়ে সেতুর পরিকল্পনায় বহুদিন ধরেই বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৷ নবান্ন সূত্রে খবর, এত বড় প্রজেক্ট করার সমর্থ ছিল না IVRCL সংস্থা ৷  ইদানীং  আর্থিকভাবে রুগ্ন হয়ে পড়েছিল সংস্থাটি ৷ নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে  মুখ্যমন্ত্রীও কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ৷

    ২০০৭ সালে এই বিবেকানন্দ সেতুর প্রস্তাব আনা হয় ৷ সেতুর নকশার ব্যাপারে ম্যাকাফেরি, লাসা নামে ২ সংস্থার কাছে সাহায্যও চেয়েছিল IVRCL ৷ পরে ২০০৯ সালে উড়ালপুল তৈরির কাজ শুরু করে IVRCL ৷ এরপর জমি জট ও প্রযুক্তিগত কারণে আটকে যায় কাজ ৷ কয়েকদিন আগে হাই পাওয়ার কমিটি বৈঠকে বসে ৷ এরপর কিছুদিন আগেই ফের চালু হয় থমকে যাওয়া উড়ালপুলের কাজ ৷

    First published:

    Tags: Construction Company Sealed, FIR, IVRCL, Kolkata Bridge Collapse, Kolkata Flyover Collapse, Posta Flyover