#কলকাতা: যাত্রী নেই। তাই এবার পুরোপুরি বন্ধই করে দেওয়া হল চক্ররেলের বিমানবন্দর স্টেশনটি। ২০০৬ সালে কয়েক কোটি টাকা খরচ করে পূর্ব রেলের এই স্টেশনটি তৈরি করা হয়েছিল। রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে চালু করা এই স্টেশনটিতে প্রতিদিন ৬ জোড়া করে ট্রেন চলত।
বিমানবন্দর স্টেশনের কাছে দুটি গুরুত্বপূর্ণ স্টেশন, দমদম জংশন আর দমদম ক্যান্টনমেন্ট। যাত্রীরা যাতে সহজেই বিমানবন্দরের কাছাকাছি পৌঁছতে পারেন, তা ভেবেই প্রান্তিক এই স্টেশনটির পরিকল্পনা। কিন্তু প্রথম থেকেই এই পথে যাত্রীদের দেখা নেই। মাঝেরহাট থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রতিদিন ছয় জোড়া চক্ররেল চলত এই লাইনে। এবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল স্টেশনটি। প্রতিদিন ১২টি করে ট্রেন চালানো হচ্ছিল এই লাইনে ৷ যাত্রী মিলছিল না একেবারেই ৷ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ট্রেন চালিয়ে বিপুল আর্থিক ক্ষতি ৷
ভবিষ্যতেও যাত্রী হবে কিনা তা অনিশ্চিত ৷ এই অবস্থায় দমদম ক্যান্টনমেন্ট থেকে যশোর রোড ধরে বিমানবন্দর অবধি চক্ররেলের লাইন ও স্টেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রেল বোর্ডকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। রেল সূত্রের খবর আগামী দিনে পূর্ব রেলের এই অংশ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর-যশোর রোড সংযোগকারী বিমানবন্দর মেট্রো স্টেশন হিসাবে ব্যবহার করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dumdum Airport, Kolkata, Station