‘থার্ডজেন্ডারদের নিয়ে স্ক্রিপ্ট লেখা রয়েছে, ঋতুদাকে ট্রিবিউট দেব সেটা দিয়েই’: কৌশিক গঙ্গোপাধ্যায়

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে ‘অন্যতম প্রিয় সিনেমাওয়ালা’ ঋতুপর্ণ ঘোষই ! তাই তো ঋতুপর্ণ ঘোষের মৃত্যদিনে একেবারে অন্য কায়দায় শ্রদ্ধা জানালেন তিনি ৷ চিরকুটে লিখলেন ‘আমার অন্যতম প্রিয় সিনেমাওয়ালা ঋতুপর্ণ ৷ অসমাপ্ত একটি জীবন ৷ যেখানেই থাকো, ভালো থেকো ঋতুদা !’

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে ‘অন্যতম প্রিয় সিনেমাওয়ালা’ ঋতুপর্ণ ঘোষই ! তাই তো ঋতুপর্ণ ঘোষের মৃত্যদিনে একেবারে অন্য কায়দায় শ্রদ্ধা জানালেন তিনি ৷  লিখলেন ‘আমার অন্যতম প্রিয় সিনেমাওয়ালা ঋতুপর্ণ ৷ অসমাপ্ত একটি জীবন ৷ যেখানেই থাকো, ভালো থেকো ঋতুদা !’

    rito 2

    কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর ‘ল্যাপটপ’ ছবিটিতে ট্রিবিউট জানিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষকে, কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘ল্যাপটপ ছবির শুরুতে ঋতুদাকে ট্রিবিউট জানিয়েছিলাম ৷ তবে সেটা যথাযথ ছিল না ৷ ঋতুপর্ণ ঘোষের জন্য একটা ছবি আমি নিশ্চিতভাবে ডেডিকেট করতে চাই, ছবিটার স্ক্রিপ্ট লেখাও হয়ে গিয়েছে ৷ ছবিটা যখন আমি বানাবো তখন আরও বিস্তারিতভাবে বলব ৷ তবে এটা বলতে পারি, ছবিটা থার্ডজেন্ডারদের নিয়ে ৷ সে ছবির যথাযথ লোক হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ ৷ এই ছবিটা ঋতুদাকেই উৎস্বর্গ করা যায় ৷ কেননা ট্রান্সজেন্ডারদের শহুরে জীবন, কলকাতার জীবন, বাবু জীবনটা, থার্ডজেন্ডারদের এলিট জীবনটা ঋতুপর্ণ-র ছবিতেই দেখেছি ৷ অন্য জীবনটা অতটা দেখানো হয়নি ৷ অথচ সেই যন্ত্রণা নিয়েই সারাজীবন বেঁচেছিলেন তিনি ৷ আমার মনে, তাঁর ছবিতে না বলা দিকটা বলে, সে ছবিটা ঋতুদাকে উৎস্বর্গ করা দরকার ৷ ’

    ঋতুপর্ণ ঘোষের সম্পর্কে বলতে গিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘আমার ছবি আরেকটি প্রেমের গল্প দিয়েই ঋতুদা-র অভিনয়ে আসা ৷ প্রায় একবছর ধরে কোনও দেখা সাক্ষাৎ ছিল না ৷ আমিই দেখা করিনি ৷ এই কারণেই যে একটা বড় অগ্নিকুন্ডের সামনে বেশিদিন থাকতে নেই ৷ মচমচে হয়ে যাওয়ার ভয়ে ৷ অত বড় প্রতিভা থেকে দূরে থাকাটা খুব নিরাপদ ৷ বৃহৎ এক প্রতিভাকে সামনে থেকে দেখলে নিজের জমি মাপতে ভুলে যায় ৷ তাই সরে আসা ৷ তবে হ্যাঁ, কাছ থেকে দেখেছিলাম অন্যতম সেরা একজন গল্প বলার লোক,বাংলার অন্যতম চিত্রনাট্যকর, আর আমার খুব প্রিয় সিনেমাওয়ালা ৷ ’

    First published:

    Tags: Cinemawala, Kaushik Ganguly, Rituporno Ghosh, Tollywood