#কলকাতা: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ২৪ ঘণ্টারও বেশি সময় অচল আরজিকর হাসপাতাল। শিকেয় উঠেছে চিকিৎসা পরিষেবা। জরুরি বিভাগের গেট বন্ধ করে দিলেন ডাক্তাররা। সমাধানসূত্র না মেলা পর্যন্ত বন্ধ থাকবে জরুরি বিভাগ। এমনটাই জানালেন জুনিয়র ডাক্তাররা। প্রিন্সিপলের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের বিভাগে গিয়ে অভ্যন্তরীণ বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তাররা
সোমবার সকালেও কর্মবিরতির কারণে হাসপাতালে ছিল না জুনিয়র ডাক্তাররা ৷ এদিকে সকালে মৃত্যু হয় এক রোগীর ৷ পরিবারের অভিযোগ, চিকিৎসা না পেয়েই মৃত্যু হয়েছে রোগীর। মৃতা মানিকতলার বাসিন্দা সন্ধ্যা বিশ্বাস। কর্মবিরতির জেরে সোমবার সকাল থেকে এমার্জেন্সিতে ছিল মাত্র একজন জুনিয়র ডাক্তার। কাজ চালাচ্ছেন হাসপাতালের অন্যান্য স্টাফরা। বন্ধ রয়েছে রোগী ভর্তি। হাসপাতালে আসা রোগীদের অন্য হাসপাতালে চলে যেতে বলা হচ্ছে। আগে থেকে যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের দেখাশুনোর কাজ চালাচ্ছেন বিভিন্ন বিভাগের প্রধান এবং সিনিয়র ডাক্তাররা। ভর্তি থাকা রোগীদের রবিবার কোন ডাক্তারই দেখতে আসেননি। এককথায় কোন চিকিৎসা পরিষেবাই নেই আর জি করে। বন্ধ রয়েছে ছোটখাটো অপারেশন। শিশুবিভাগ, মহিলাবিভাগ কোন বিভাগেই কোন চিকিৎসা পরিষেবা নেই। শনিবার এক যুবকের মৃত্যুকে ঘিরে পরিবারের সঙ্গে হাতাহাতি বাধে জুনিয়র ডাক্তারদের। এরপরই নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Junior Doctors, Patient Death, Protest, RG Kar Medical College and Hospital, Strike