আজ রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলপ্রকাশ

আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল ৷ এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ১৭ মে। পরীক্ষার ১৯ দিনের মাথায় ফল প্রকাশ দিচ্ছে ৷ রবিবার দুপুর দেড়টা নাগাদ ফল প্রকাশ করা হবে ৷

  • Share this:

    #কলকাতা: আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল ৷ এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ১৭ মে। পরীক্ষার ১৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে ৷ রবিবার দুপুর দেড়টা নাগাদ ফল প্রকাশ করা হবে ৷

    ফল জানা যাবে  নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে -www.wbjeeb.nic.inwww.exametc.comwww.examresults.com

    www.indiaresults.comwww.westbengaleducation.netwww.results.westbengaleducation.net

    এছাড়াও ফল জানা যাবে SMS-এ ৷

    এসএমএসে ফল জানার জন্য WBJEE <space> roll no লিখে পাঠিয়ে দিতে হবে 54242, 56263, 5676750 নম্বরে ৷

    First published:

    Tags: Bengali News, ETV News Bangla, Exam Results, Joint Entrance Examination Result, WBJEE Result, ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলপ্রকাশ