প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, জেনে নিন রেজাল্ট জানবেন কি করে?

প্রকাশিত ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, জেনে নিন রেজাল্ট জানবেন কি করে?

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: উচ্চমাধ্যমিকের পর এবার পালা জয়েন্ট এন্ট্রাসের ৷  ৪৩ দিনের মাথায় প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল ৷

    দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চলতি বছরের জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ফল ঘোষণা করা হল ৷ ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিংয়ের জন্য ১ লক্ষ ৪৩৩ জন পরীক্ষার্থী সুযোগ পাবেন ৷ আর ফার্মাসি কাউন্সেলিংয়ের জন্য বিবেচনা করা হবে ১ লক্ষ ১৭৫ জন পড়ুয়াকে ৷ বোর্ড সূত্রে খবর, শূন্যের থেকে বেশি নম্বর পেলেই পড়ুয়ারা কাউন্সেলিংয়ের জন্য বিবেচিত হবেন ৷

    প্রথম ১০ হাজারের মধ্যে রয়েছে ১২ শতাংশ মেয়ে ও ৮৮ শতাংশ ছেলে ৷ এই ১০ হাজারের মধ্যে ৪৭ শতাংশই সিবিএসই বোর্ডের পড়ুয়া ৷

    আগামী বছর পরীক্ষা হবে ২২ এপ্রিল।

    বিকেল চারটে থেকে পড়ুয়ারা জয়েন্ট এন্ট্রান্সের সরকারি ওয়েবসাইট http://wbjeeb.nic.in-এ নিজেদের রেজাল্ট দেখতে পাবেন ৷ এছাড়াও যে ওয়েবসাইটে জয়েন্টের ফল দেখতে পাবেন,

    --www.wbjeeb.nic.in--www.exametc.com---www.wbjeeb.in

    এসএমএসেও জানা যাবে জয়েন্টের ফল

    -----www.exametc.com---এই ওয়েবসাইটে রোল-নম্বর ও ফোন নম্বর নথিভুক্ত করতে হবে---ফল প্রকাশের পরই এসএমএস চলে আসবে--- এছাড়াও মেসেজে রাইট অপশনে গিয়ে লিখতে হবে WBJEEB---তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ নম্বরে

    চলতি বছর ২৩ এপ্রিল ছিল ইঞ্জিনিয়ারিং জয়েন্টের পরীক্ষা ৷ পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১৭ হাজার ৫৪৪ ৷ গত ১৭ মে অনলাইনে উত্তরপত্র প্রকাশ করে জয়েন্ট এন্ট্রাস বোর্ড। এদিনই Rank Card পেয়ে যাবেন পরীক্ষার্থীরা ৷

    First published:

    Tags: Exam Results, Joint Entrance Examination, Joint Entrance Examination Result, Result Out