#কলকাতা: বিদেশি খোঁজার কাজ জারি রেখেছে এটিকে ৷ ইতিমধ্যেই ইপিএলের সর্বকালের অন্যতম সেরা রবি কিনকে দলে নিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি ৷ এবার দলে এলেন পর্তুগিজ স্ট্রাইকার হোসে এগাস ডস স্যান্টোস ব্র্যাঙ্কো ৷ ফুটবল মহলে তিনি পরিচিত জিকুইনহা নামে।
এটিকে-তে পর্তুগীজ স্ট্রাইকার অবশ্য এই প্রথমবার নয় ৷ গত বছরগুলিতে দলের মার্কি প্লেয়ারই ছিলেন পর্তুগীজ তারকা হেল্ডার পস্তিগা ৷ তাঁর চোট-আঘাত সমস্যায় অনেকটাই ভুগতে হয়েছিল দলকে ৷ এবছর সম্পূর্ণ নতুনভাবে দল সাজাচ্ছেন এটিকে-র নতুন কোচ টেডি শেরিংহ্যাম ৷ জিকুইনহা অবশ্যই রবি কিনের মতো কোনও তারকা ফুটবলার নয় ৷ এফ সি পোর্তোর অ্যাকাডেমিতে সফল না হলেও পর্তুগালের লিগ ওয়ান টিমে খেলেছেন তিনি ৷ তবে গোলটা ভালই চেনেন বলে তাঁকে দলে নিতে বিশেষ ভাবেননি শেরিংহ্যাম ৷
পুজোর পরেই এটিকের আবাসিক শিবির শুরু হওয়ার কথা দুবাইতে। তার আগে আরও ছয় বিদেশি বাছতে হবে কোচ টেডি শেরিংহ্যাম ও দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যাশলে ওয়েস্টউডকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATK, ISL 2017, Jose Egas dos Santos Branco, Striker, এটিকে, হোসে এগাস ডস স্যান্টোস ব্র্যাঙ্কো