সমালোচনা সত্ত্বেও শালীনতার পাঠে অনড় দিলীপ ঘোষ

প্রবল সমালোচনার মুখে পড়লেও শালীনতার পাঠে অনড় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বেহায়া’ সম্বোধন করেন।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: প্রবল সমালোচনার মুখে পড়লেও শালীনতার পাঠে অনড় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বেহায়া’ সম্বোধন করেন।

    যাদবপুর কাণ্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন - ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বেহায়া ৷ নিজেরাই ছেলেদের গায়ে পড়ছে আর অন্যকে দোষ দিচ্ছে ৷ অতি নিম্নস্তরের ওঁরা ৷ এই ধরনের অভিযোগ খুবই ওঁচা ৷ এই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয় ৷’ তাঁর আরও অভিযোগ ছিল, যেসব মেয়েরা নিজেরাই ওখানে হামলা চালাতে গিয়েছিলেন, তারাই নাকি আবার শ্লীলতাহানির অভিযোগ এনেছে ৷ বিজেপির রাজ্য সভাপতি আক্ষেপ, ‘বিশ্ববিদ্যালয়ের মান কোথায় নেমেছে! এত বড় একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে নিজেদের প্রতি অশালীন অভিযোগ আনছে ৷’ এতেই থেমে থাকেননি দিলীপ ঘোষ ৷ যাদবপুরের ছাত্রীদের জন্য বিজেপি রাজ্য সভাপতি উপদেশও দেন, ‘যাদের মানসম্মানের অত ভয় আছে সে মেয়েগুলি যায় কেন ওখানে ৷’ রবিবার সুর আরও এক ধাপ চড়িয়েছেন বিজেপি নেতা।

    শত সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় তিনি। নিজের মন্তব্যের জন্য কোনও অনুতাপ নেই দিলীপ ঘোষের। উল্টে তিনি সমালোচকদের বিঁধছেন। রবিবার খড়্গপুরে আরএসএসের কর্মশালায় ওই মন্তব্যের ব্যাখ্যা দেন দিলীপ ঘোষ। রবিবার খড়গপুরে RSS-র কর্মশালায় এসে বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেন, ‘যা বলেছি ঠিক বলেছি ৷ যাঁরা বড় বড় কথা বলছেন ৷ তাঁরা একবার যাদবপুরে ঘুরে আসুন ৷ যাদবপুরে এখন যে পরিবেশ রয়েছে ৷ তাতে পড়াশোনা করে ভাল মানুষ হওয়া যাবে না ৷ যখন ছেলেরা মেয়েদের অন্তর্বাস পরেছিল ৷ তখন ছাত্রীরা কেন প্রতিবাদ করেনি?’

    শনিবারের মন্তব্যের পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন দিলীপ ঘোষ। সমাজের সব স্তরের কাছ থেকে ধিক্কার কুড়িয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে পরিচালক তরুণ মজুমদারও কড়া প্রতিক্রিয়া জানান ৷ তিনি বলেন, ‘নিন্দার ভাষা খুঁজে পাচ্ছি না ৷ ওনার শিক্ষার অভাব রয়েছে ৷’ যাদবপুরের প্রাক্তনী এবং অধ্যাপিকা শাশ্বতী ঘোষ বলেন, ‘রাজনৈতিক লোকেদের এরকম মন্তব্য না করাই ভাল ৷ মহিলারা হায়া না বেহায়া ৷ সেটা বিচারের ভার দিলীপ ঘোষকে কারা দিলেন ৷’

    কিন্তু এত সমালোচনা সত্ত্বেও নিজের বক্তব্য থেকে এক চুলও সরতে রাজি নন বিজেপি সভাপতি ৷ বোঝাই যাচ্ছে, ঠান্ডা মাথায় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বেহায়া বলেছেন বিজেপির শীর্ষ নেতা। মুখ ফসকে নয়। এর পিছনে ঠান্ডা মাথার পরিকল্পনা দেখছে বিরোধীরা। দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের জমি তৈরি করতে চাইছে এবিভিপি। এবার টার্গেট যাদবপুর। সেই লক্ষ্যে দিলীপ ঘোষের অবস্থান মেরুকরণের সচেতন চেষ্টা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    First published:

    Tags: BJP, Controversial Comment, Controversial comment on Ju Girls, Dilip Ghosh, JU Clash On Movie Screening