#কলকাতা: বরাহনগর স্ত্রী মেয়েকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি বিকাশ কাপুর ৷ ডানলপ ৩৪ নং বাসস্ট্যান্ডের সামনে ঘটনা ৷
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিকাশবাবুর মেয়ের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা ৷ এলাকার একটি ফ্ল্যাট স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন বিকাশ ৷ মঙ্গলবার তাদের বাড়ি থেকে তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এলাকর বাসিন্দারা ৷ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তিনজনকে ৷ পরে হাসপাতালেই মৃত্যু হয় বিকাশবাবুর স্ত্রী রেশমি কাপুরের ৷ মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকরে স্থানান্তরিত করা হয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা ৷ জখম বিকাশ কাপুরকে বরাহনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
আর্থিক অনটনের জেরে এমন ঘটনা বলে দাবি প্রতিবেশীদের। জামাইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের নিহতের পরিবারের। ডানলপ ৩৪ নং বাসস্ট্যান্ডের সামনে বরাহনগর ফকির ঘোষ লেন। আট মাস আগে অমল ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতে আসেন বিকাশ কাপুর , তাঁর স্ত্রী রেশমি ও চোদ্দ বছরের মেয়ে। আজ ভোর সাড়ে চারটে নাগাদ মেয়ে পূজা কাপুরের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশিরা। দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রেশমি। পাশেই অচৈতন্য অবস্থায় বিকাশ কাপূর। মেয়ের সারা শরীরেও ধারালো অস্ত্রের কোপ। খবর দেওয়া হয় বরাহনগর থানায়। এলাকাবাসীর বক্তব্য, পেশায় দর্জি বিকাশ বর্তমানে কিছু করতেন না। ভুগছিলেন আর্থিক অনটনে । মর্মান্তিক ঘটনার পিছনে আর্থিক অনটন না পারিবারিক বিবাদ, খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Man Stabbed Wife To Death, Man Tries To Kill Wife And Daughter, Murder