যাদবপুরকে ছাত্র সংসদ নির্বাচনে ‘না’

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষা দফতর থেকে, ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট হওয়া নিয়ে মেলেনি ছাড়পত্র ৷ এর প্রতিবাদে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেন কলা বিভাগের পড়ুয়ারা ৷ রফাসূত্র বের করতে শুক্রবার জরুরি ভিত্তিতে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয় ৷ এরপরই অবস্থান তুলে নেন পড়ুয়ারা ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা : ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষা দফতর থেকে, ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট হওয়া নিয়ে মেলেনি  ছাড়পত্র ৷ এর প্রতিবাদে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেন কলা বিভাগের পড়ুয়ারা ৷ রফাসূত্র বের করতে শুক্রবার জরুরি ভিত্তিতে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয় ৷ এরপরই অবস্থান তুলে নেন পড়ুয়ারা ৷

    ছাত্রীর শ্লীলতাহানি, র‍্যাগিং, উপাচার্যের পদত্যাগ,  বিভিন্ন ইস্যুতে বেনজির ছাত্রবিক্ষোভ, অবস্থানের সাক্ষী  যাদবপুর ৷  এবার ছাত্র ভোট ঘিরেও উত্তেজনা তৈরি হল যাদবপুর ক্যাম্পাসে ৷ গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলাকালীন ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অবস্থানে বসেন পড়ুয়ারা। কাউন্সিল বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় ৮ ফেব্রুয়ারি ভোট করা যেতে পারে।  উচ্চ শিক্ষা দফতরের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  উচ্চ শিক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়, নির্বাচন নিয়ে পুরনো নির্দেশিকাই বহাল তাকবে । অর্থাৎ এই মুহূর্তে করা যাবে না ছাত্র সংসদ ভোট ।

    মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিধানসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত কলেজ ও  বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশিকা এর আগেই জারি করেছে উচ্চ শিক্ষা দফতর ৷ এদিকে বৃহস্পতিবার ফের নির্বাচনের দাবিতে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেন কলা বিভাগের পড়ুয়ারা। অচলাবস্থা কাটাতে শুক্রবার জরুরি ভিত্তিতে ইসির বৈঠক ডাকেন উপাচার্য। শুক্রবারের বৈঠকের সিদ্ধান্তের পর ছাত্ররা অবস্থান তুলে নেন।  বৈঠকে কী সিদ্ধান্ত হয় তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবেন আন্দোলনকারীরা।

    First published:

    Tags: Higher Education Department, Jadavpur University, Ju student Agitation, Kolkata, Student Election