উচ্চ প্রাথমিকে টেটের খাতা পুনর্মূল্যায়নের নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে টেটের খাতা পুনর্মূল্যায়নের নির্দেশ দিল আদালত ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: হাইকোর্টের দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে টেটের খাতা পুনর্মূল্যায়নের নির্দেশ দিল আদালত ৷ পুরুলিয়ার টেট পরীক্ষার্থী অপর্ণা মাহাতোর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজীব শর্মা সোমবার স্কুল সার্ভিস কমিশনকে আগামী ১৫ দিনের মধ্যে খাতা পুনর্মূল্যায়ন ও খাতা দেখানোর নির্দেশ দিয়েছে ৷

    তবে এই নির্দেশ শুধু মাত্র মামলাকারী অপর্ণা মাহাতোর ক্ষেত্রেই প্রযোজ্য ৷ অর্থাৎ কমিশনকে আগামী ১৫ দিনের মধ্যে পুরুলিয়ার এই টেট পরীক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করতে হবে ও খাতাটি পরীক্ষার্থীকে দেখাতে হবে ৷

    আরও পড়ুন

    বাড়ল সময়সীমা, শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিল কমিশন

    উচ্চ প্রাথমিক টেট ফল প্রকাশের পর নিজের রেজাল্ট দেখে অসন্তুষ্ট পুরুলিয়ার বাসিন্দা অপর্ণা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন ৷ তাঁর দাবি, দুটি ক্যাটাগরিতে তাঁকে ভুল নম্বর দিয়েছে কমিশন ৷ তাই তাঁর খাতা পুনরায় খতিয়ে দেখার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন ৷

    উচ্চ প্রাথমিকে টেটের বর্তমান ফল অনুযায়ী অপর্ণা মাহাতোর প্রাপ্ত নম্বর ৫০.০৭ শতাংশ ৷ টেট উত্তীর্ণ হওয়ার জন্য নূন্যতম মান রাখা হয়েছে ৫৫ শতাংশ ৷ আদালত এদিন খাতা আবারও খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছে যে, পুনর্মূল্যায়নের পর যদি অপর্ণার স্কোর ৫৫ শতাংশের বেশি হয় তাহলে যেন তাঁকে টেট উত্তীর্ণ বলে ঘোষণা করা হয় ৷

    আরও পড়ুন

    কর্মরত শিক্ষকদের জন্য সুখবর, নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধনী আনছে কমিশন

    বহু আইনি বাধা পেরিয়ে ১৪ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিক টেটের ফল ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন ৷ কিন্তু তার পরেও একের পর আইনি মামলায় জড়িয়ে পড়লেও থেমে থাকেনি নিয়োগ ৷ কোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের ঘোষণা মত, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে কমিশন ৷

    গত ২৩ সেপ্টেম্বর রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ http://www.westbengalssc.com -এ সাইটে প্রকাশিত হয় ৷ বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ তারিখ থেকে অনলাইনে উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণদের আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত ৷

    First published:

    Tags: Answer Paper Review, Calcutta High Court, TET, Upper Primary Teachers Appointment, Upper Primary TET