#কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘুম থেকেই উঠে দেখা গিয়েছে কালো মেঘে ঢেকে রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বজ্রপাত না হলেও সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয় ঝড়, তারপর প্রবল বৃষ্টি ৷ এর জেরে নদীয়া জেলার অধিকাংশ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয় ৷
আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সাত-সকালের বৃষ্টিতে অবশ্য সমস্যাতেও পড়েন শহরবাসী ৷ ক্যানিং স্ট্রিটে ভেঙে পড়েছে আস্ত গাছ ৷ এছাড়া গাছের ডাল ভেঙে পড়েছে পিটিএস, বি কে পাল অ্যাভিনিউ এবং দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কেও ৷
গাছ ভেঙে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকাগুলিতে ৷ এরফলে অফিস-যাত্রীদের নাকাল হতে হয়েছে ৷ বৃষ্টিতে জল জমে যায় কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং উল্টোডাঙ্গা আন্ডারপাসেও ৷
তবে এই বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শহরবাসী ৷ কিছুদিন ধরেই বাতাসে জলীয় বাষ্পের পরিমান বাড়ায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা খানিকটা বেড়েছিল। সেই বাড়তি আপেক্ষিক আদ্রতার জেরেই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন। আবার অন্যদিকে অত্যধিক গরমের হাত থেকেও মুক্তি মিলেছে। এখনও পুরোপুরি বর্ষা আসতে সময় লাগলেও আপাতত অল্প বৃষ্টিতেই সন্তুষ্ট হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Rain In Kolkata, Rainy Day, Road Blocked, Trees Crash, Trouble for office goers, Weather Report, কলকাতা