#কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ রবিবার প্রকাশিত হল রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলাফল ৷ এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ১৭ মে। পরীক্ষার ১৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হল ৷ ইঞ্জিনিয়ারিং জয়েন্টের পাশাপাশি ফার্মাসি জয়েন্টেরও ফলপ্রকাশ হয়েছে এদিন ৷ রবিবার দুপুর দেড়টা নাগাদ ফল প্রকাশ করা হয় ৷ এবারের সব পরীক্ষার্থীকে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে বলে জানালেন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত ৷
মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজারহাট ডিপিএস স্কুলের ছাত্র যশবর্ধন দিদওয়ানিয়া ৷ প্রথম ফোনে সুখবরটি জানান তার স্যার ৷ তার পরই উপচে পড়তে থাকে শুভেচ্ছা বার্তা ৷ এবছরই ৯৫.৭% নিয়ে পাশ করেছে আইএসসি ৷ আশা ছিল জয়েন্টে ভালো রেজাল্ট হবে তবে প্রথম হবেন তা ভাবেনি, জানালেন যশবর্ধন ৷ খবর পেয়ে প্রথমে অবাক হলেও নিজের রেজাল্টে বেশ খুশি তিনি ৷
অদম্য ইচ্ছেশক্তিই তার সাফ্যলের কারণ ৷ জয়েন্টের জন্য দিনে কমপক্ষে ৬-৭ ঘণ্টা পড়তেন তিনি ৷ ছোট বেলা থেকেই পছন্দের বিষয় পদার্থবিদ্যা ৷
পড়াশুনোয় যশবর্ধনের বেশি আগ্রহ থাকলেও অবসর সময় সিনেমা বা ক্রিকেট দেখেই কাটাতে পছন্দ করেন তিনি ৷ পড়াশুনোর পাশাপাশি ডিবেট ও ক্যুইজে সমান আগ্রহ রয়েছে তাঁর ৷ ছোটবেলা থেকেই IIT পড়ার ইচ্ছা ৷ তাই আইআইটিতে ভালো হলে সেখানেই পড়বে যশবর্ধন দিদওয়ানিয়া ৷ ছেলের সাফল্যে গর্বিত পরিবার পরিজনরা ৷
এ বছর ইঞ্জিনিয়ারিংয়ে মোট পরীক্ষার্থী ছিল ১,২৭,১৯৬ জন ৷ যোগ্যতাঅর্জন করেছেন ১ লক্ষ ১ হাজার ৯৫৪ জন ৷ ১০২টি কলেজে মোট আসন ৩৬ হাজার ২৬৩টি ৷ তারমধ্যে সরকারি কলেজে আসন সংখ্যা ১০৮৫টি ৷
অনলাইন কাউন্সেলিং শুরু হবে ১৫ জুন থেকে ৷ ২৫ জুন প্রথম পর্যায়ের অনলাইন কাউন্সেলিং হবে ৷ মোট ৩ দফায় অনলাইন কাউন্সেলিং হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Engineering Joint Entrance Examination, ETV News Bangla, Harshvardhan Didwania, WBJEE, WBJEE Result