#কলকাতা: সুন্দরবনে জনবিস্ফোরণে উদ্বিগ্ন পরিবেশ আদালত। কেন্দ্র ও রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। সুন্দরবন রক্ষায় রাজ্যের মুখ্যসচিবকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে আদালত। অনুপ্রবেশ রুখতে সেনার সাহায্য নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি । সুন্দরবনে মানুষ ও গাড়ির প্রবেশ-প্রস্থানে নিয়ন্ত্রণ চায় আদালত।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। বন্যদের এ আশ্রয়স্থলে ক্রমশ বাড়ছে মানুষের দাপাদাপি। জনবিস্ফোরণ এমন জায়গায় পৌঁছেছে যে সুন্দরবনের বিপদ ঘণ্টা বেজে উঠেছে। এতে উদ্বিগ্ন পরিবেশ আদালত ২০১৪-য় স্বতঃপ্রণোদিত মামলা করে। আদালত বান্ধব নিযুক্ত হন পরিবেশকর্মী সুভাষ দত্ত।
বৃহস্পতিবার মামলার শুনানিতে সুন্দরবন রক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের ঢিলেমিতে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি এস ওয়াংভি। সুন্দরবনে অনুপ্রবেশ রুখতে আদালতের নির্দেশ, সুন্দরবনে মানুষ ও গাড়ির প্রবেশ-প্রস্থান নিয়ন্ত্রণ করতে হবে ৷ রাজ্য সরকার জেলাশাসক ও পুলিশ সুপারদের বাড়তি ক্ষমতা দেবে ৷ সুন্দরবনে অনুপ্রবেশ রুখতে সেনার সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন আদালত ৷ প্রতিরক্ষা মন্ত্রক ও নৌবাহিনীর সাহায্য নিতে পারে রাজ্য ৷
অন্যদিকে, দূষণ রুখতেও বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত, পর্যটনের কারণে যাতে দূষণ না বাড়ে তাতে নজর দিতে হবে ৷ নতুন করে আর কোনও শিল্প গড়ার ছাড়পত্র দেওয়া যাবে না ৷ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সব হোটেলকে এক ছাতার নীচে আনার নির্দেশ দেয় আদালত ৷
সুন্দরবনের যথাযথ মানচিত্র না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি। কেন্দ্রীয় পরিবেশ ও বন দফতর মানচিত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য তাতে সাহায্য করবে। পরিবেশ আদালতের এই নির্দেশ কার্যকর করতে নিয়মিত বৈঠকে বসতে হবে। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্র, পরিবেশ গ্রামোন্নয়ন ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিবরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Court Order, ETV News Bangla, Green tribunal, Pollution, Population, Sundarban, Sundarban Enviroment