#কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য যুবভারতীর এখন সংস্কারের কাজ চলছে ৷ যার জন্য আইএসএলের ম্যাচ এবছর সল্টলেক থেকে সরে হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ৷ কিন্তু আইএসেলের মতো আন্তর্জাতিক মানের বড় টুর্নামেন্ট ঢাকুরিয়া লেকের ধারে এই স্টেডিয়ামে করতে গিয়েই নানা ঝক্কি পোয়াতে হয়েছে ম্যাচ সংগঠক এবং অ্যাটলেটিকো দি কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে ৷
ম্যাচ আদৌ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হবে কি না, তা নিয়েই এতদিন সংশয় দেখা গিয়েছিল ৷ কারণ পরিবেশবিদদের করা মামলা এতদিন আদালতেই ঘুরপাক খাচ্ছিল ৷ অবশেষে এল স্বস্তি ৷ কারণ আজ বুধবার, শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে আইএসএল ম্যাচ আয়োজনের অনুমতি দিল গ্রিন ট্রাইব্যুনাল ৷ ম্যাচ আয়োজন করতে হবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনেই ৷
কী সেই সুপারিশগুলি ? ম্যাচ চলাকালীন মাঠে সাউন্ড বক্স, মাইকে কোনওরকম ঘোষণা করা সম্ভব নয় ৷ তবে জাতীয় সঙ্গীত ও থিম সং বাজানোর অনুমতি দেওয়া হয়েছে গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ থেকে ৷ সেটাও ম্যাচের আগে ও পরে বলেই অনুমতি মিলেছে ৷ আর যে যে বিষয়গুলি মেনে চলতে হবে ৷ সেগুলি হল--
১. আলোর নীচ থেকে কালো কাপড় দিতে হবে, যাতে আলো সরোবরে এসে না পড়ে
২.শুধুমাত্র দর্শকদের জন্য ঘোষণা করা যেতে পারে
৩. স্টেডিয়াম চত্বরে বাজি ফাটানো বা মশাল জ্বালানো যাবে না
৪. সরোবর থেকে ৫০০ মিটার দূরে গাড়ি পার্কিং করতে হবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Green tribunal, Indian Super League, ISL, ISL 3, Kolkata, Match Permission, Rabindra Sarobar Stadium, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম