#কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য স্বস্তি ৷ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলায় শিক্ষক নিয়োগে কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট ৷ তবে কর্মরত শিক্ষকদের আর্জি মেনে বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশের জন্য অন্তর্বর্তী নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷ কর্মরত শিক্ষকরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ৷ আদালতের রায়ের পর উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তিন পর্যায়ের নিয়োগে কর্মরত শিক্ষকদের অংশ নিতে আর কোনও বাধা রইল না ৷ হাইকোর্টের নির্দেশ মেনে দ্রুত তাড়াতাড়ি সংশোধনী বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন ৷
গত ২৩ সেপ্টেম্বর রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ http://www.westbengalssc.com -এ সাইটে প্রকাশিত হয় ৷ বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ তারিখ থেকে অনলাইনে উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণদের আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে, চলবে ৩ অক্টোবর পর্যন্ত ৷
মঙ্গলবার শিক্ষক নিয়োগের সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন কর্মরত শিক্ষকরা ৷ তাদের দাবি, আপার প্রাইমারি ও মাধ্যমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগের যোগ্যতা মান নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ সেই নিয়ে কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করলেন কর্মরত দুই শিক্ষক, প্রশান্ত মিস্ত্রি ও সৌরভ সাহা ৷ নিয়োগে অংশ নেওয়ার আবেদন জানায় কর্মরতরা ৷
তাতেই নতুন করে তৈরি নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল ৷ কিন্তু এদিন আদালতের রায়ে স্বস্তির নিশ্বাস ফেললেন রাজ্যের শিক্ষক পদের সমস্ত চাকরিপ্রার্থীরা ৷
এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী আপার প্রাইমারিতে ১৪,০৮৮ জন শিক্ষকের পদ শূন্য এবং মাধ্যমিক স্তরে ১০,২৩৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে ৷ ফলে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ২৪,৩২১ জন শিক্ষক নিয়োগ করা হবে ৷
পূর্বের বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি কর্মরত শিক্ষকদের যে যোগ্যতামান বর্ণিত হয়েছে তাতে আপত্তি জানান দুই কর্মরত শিক্ষক ৷ বিজ্ঞপ্তিতে বলা ছিল লোয়ার ক্যাটাগরিতে কর্মরত শিক্ষকরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ৷ এই শর্তে আপত্তি জানানো হয় ৷
ট্রান্সফার সংক্রান্ত সমস্যার কারণে অনেক কর্মরত শিক্ষকই নতুন করে নিজের বাসস্থানের কাছাকাছি আবেদন করতে চান ৷ কিন্তু কমিশনের প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সেই সুযোগ নেই ৷ সেই কারণেই আদালতের দ্বারস্থ হন প্রশান্ত মিস্ত্রি ও সৌরভ সাহা ৷ এই দিন কর্মরত শিক্ষকদের আর্জি শুনে তাদের দাবী মেনে নিয়ে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে কর্মরত শিক্ষকদের জন্য সংশোধনী বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেয় ৷ হাইকোর্টের এই রায়ে খুশি কর্মরত শিক্ষকরা ৷
মঙ্গলবারই প্রায় ৭২ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ৷ এর ফলে চাকরিপ্রার্থীদের আশা আরও খানিকটা উজ্জ্বল হল ৷ এর আগে কমিশন ও পর্ষদের দেওয়া হিসেব অনুযায়ী রাজ্যে শিক্ষকদের জন্য মোট ৫৯,৪৬৮ শূন্যপদ রয়েছে ৷ তবে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী দু’জনেই আগে শূন্যপদ আরও বাড়ার ইঙ্গিত করেছিলেন ৷ পর্ষদ প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশ দেওয়ার সময়ও প্রাথমিকে শূন্যপদ বেড়ে ৪১ হাজার ৫৫৯ থেকে বেড়ে হয় ৪২,৯৪৯টি ৷
রাজ্যে বহুদিন ধরে বাধাপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ৷ বিতর্ক ও আইনি ফাঁস পেরিয়ে সদ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার ৷ শিক্ষা দফতরের লক্ষ্য, বছর শেষ হওয়ার আগে সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করবে রাজ্য ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Teachers Appointment, TET, Upper Primary Teachers Appointment, Upper Primary Teachers Appointment Notification, Upper Primary TET