#কলকাতা: পাতিপুকুরে রেললাইনের ধারে তরুণীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। বৃহস্পতিবার সকালে রেললাইনের ধারে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে ৷ মৃতদেহ উদ্ধার করে দমদম জিআরপি ৷
নিহতের মাথায় আঘাতের চিহ্ন থাকলেও দেহে আরও কোথাও কোনও আঘাতের দাগ নেই। কিন্তু, তার পোশাক-আশাক অবিন্যস্ত। মৃতার সঙ্গে ছিল কয়েকটি লাগেজও।
দেহের পাশ থেকে মিলেছে একটি ভোটার আই কার্ড। তাতে নাম উল্লেখ রয়েছে শমা পারভিন ৷ রয়েছে আসানসোলের ঠিকানা ।
তরুণীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ট্রেনে ধাক্কা খেলে দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকত। ট্রেনের চালক বা গার্ডও কোনও নক ডাউন রিপোর্ট জমা দেননি। শরীর ও পোশাক ছিন্নভিন্ন হওয়ার সম্ভাবনা। কিন্তু তা না হওয়াতেই রহস্য দানা বাঁধছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead body, Girl Dead Body, Patipukur, Rail Line