মোহনবাগান মাঠে হতে পারে গুলাম আলির অনুষ্ঠান

গজল সম্রাট গুলাম আলির অনুষ্ঠানস্থল এখনও সংশয় অব্যাহত ৷ পার্ক সার্কাস ময়দানের পর সিএবির আপত্তিতে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে ইডেন গার্ডেনে জলসা করার পরিকল্পনা ৷ পরবর্তী বিকল্প হতে চলেছে মোহনবাগান মাঠ ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: গজল সম্রাট গুলাম আলির অনুষ্ঠানস্থল এখনও সংশয় অব্যাহত ৷ পার্ক সার্কাস ময়দানের পর সিএবির আপত্তিতে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে ইডেন গার্ডেনে জলসা করার পরিকল্পনা ৷ পরবর্তী বিকল্প হতে চলেছে মোহনবাগান মাঠ ৷

    আগামী ১২ জানুয়ারি মোহনবাগান মাঠে পাক গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবছে রাজ্য সরকার ৷ শুক্রবার মোহনবাগান মাঠ পরিদর্শনে যাবেন পুলিশ আধিকারিকরা ৷ তাঁদের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেলেই পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে এগোবে রাজ্য সরকার ৷ মোহনবাগান কর্তৃপক্ষের তরফ থেকে সম্মতি পেলেই আগামী ১২ জানুয়ারি মোহনবাগান মাঠ সাক্ষী থাকবে গজল সম্রাটের জলসার ৷

    বিজেপি-শরিক শিবসেনার হুমকিতে বাতিল হয়ে গিয়েছিল মুম্বইয়ে গুলাম আলির অনুষ্ঠান ৷ তারপরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ ৷ গুলাম আলির অভিমান ভাঙাতে রাজধানীতে অনুষ্ঠান করা আহবান জানান দিল্লি সরকার ৷ কলকাতায় গজল সম্রাটকে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতার ডাকে অবশেষে কলকাতায় আসছেন গজল সম্রাট গুলাম আলি ৷

    First published:

    Tags: Concert, Ghazal, Ghulam Ali, Kolkata, Mamata Banerjee